ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাঁদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।
পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।
ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।
অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।
প্রেসিডেন্ট বলুয়ার্তে তাঁকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।
পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন... তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।
পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাঁদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাঁদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।
পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।
ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।
অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।
গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।
প্রেসিডেন্ট বলুয়ার্তে তাঁকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।
পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন... তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।
পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাঁদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।
যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যে আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহতে চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় ৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ৭২ জন। আহতদের মধ্যেও রয়েছে এক নবজাতক।
১ ঘণ্টা আগেইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী-অ্যাক্টিভিস্টদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে অংশ নেয় তিন শতাধিক সংগঠন। এতে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস এবং...
২ ঘণ্টা আগেরুওয়াইদা সেই মেয়ে, যে খুবই কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা শেষ করেছে। গাজা তখন অত্যন্ত কঠোর অবরোধের মধ্যে। ওই পরিস্থিতিতেই পড়া শেষ করে চারবার চাকরি হারানো অসহায় বাবাকে সাহায্য করতে মরিয়া এক মেয়ে। পরিবারের বড় মেয়ে রুওয়াইদা। পরিবারকে ভালো রাখতে উপার্জন করার চেষ্টা করেছিল। এই লড়াই যেন মানুষ ভুলে না যায়।
৫ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ মানবাধিকার আইনজীবীরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে