অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো যাবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আহ্বান জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, এই নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করলেন। এর আগেও বাইডেন একবার ইসরায়েলকে রাফাহে অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট্ট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।
টেলিফোন আলাপে বাইডেন ও নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে যাবে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসে। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৬৯ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি নির্বিচার হামলার মুখে গাজার প্রায় শতভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সংখ্যার বিচারে তা ২০ লাখেরও বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো যাবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আহ্বান জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, এই নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করলেন। এর আগেও বাইডেন একবার ইসরায়েলকে রাফাহে অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট্ট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।
টেলিফোন আলাপে বাইডেন ও নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে যাবে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসে। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৬৯ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি নির্বিচার হামলার মুখে গাজার প্রায় শতভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সংখ্যার বিচারে তা ২০ লাখেরও বেশি।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে