মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে অভিশংসনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০১
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৯

রিপাবলিকানদের নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস গতকাল মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োর্কাসের অভিশংসনের পক্ষে রায় দিয়েছে। মার্কিন অভিবাসন আইন প্রয়োগ না করার অভিযোগে ২১৪-২১৩ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শীর্ষ সীমান্ত কর্মকর্তাকে অভিশংসনের দুটি নিবন্ধ অনুমোদন করেছে হাউস।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এই সীমান্তকেন্দ্রিক ইস্যুকেই বড় করে তুলে ধরছেন ডোনাল্ড ট্রাম্প। মায়োর্কাসের বিরুদ্ধে সীমান্ত ইস্যুতে কংগ্রেসে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগও করেছেন রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় এবং গত ১৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্টের মন্ত্রিসভার কোনো সদস্যকে অভিশংসন করেছে হাউস। তবে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন সিনেটে মায়োর্কাসকে অভিশংসনের পক্ষে বেশি ভোট পড়ার সম্ভাবনা কম।
 
গত সপ্তাহে হাউসের স্পিকার মাইক জনসনকেও অভিশংসনের চেষ্টা করা হয়েছিল। সেবার অবশ্য অল্পের জন্য অভিশংসন এড়াতে পেরেছিলেন জনসন। হাউসে ডেমোক্র্যাটদের ২১২ প্রতিনিধির বিপরীতে ২১৯ প্রতিনিধি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।

মঙ্গলবারের ভোটের পর মাইক জনসন বলেন, সেক্রেটারি মায়োর্কাস ইচ্ছাকৃত এবং ধারাবাহিকভাবে ফেডারেল অভিবাসন আইন মেনে চলতে অস্বীকার করেছেন, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় আকারের সীমান্ত বিপর্যয়ে ইন্ধন দিয়েছে।

গত মাসে রয়টার্সের এক জরিপে দেখা যায়, দেশের অর্থনীতির পরই অভিবাসন ইস্যুকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা।

তবে সীমান্তে বর্তমান পরিস্থিতির দায় নিতে রাজি নন মায়োর্কাস। মার্কিন অভিবাসনব্যবস্থাকেই এর জন্য দায়ী করেছেন তিনি। মায়োর্কাসের মতে, সীমান্ত পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, কংগ্রেস আর এটা ঠিক করতে পারছে না।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র মিয়া এহরেনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘প্রমাণ বা বৈধ সাংবিধানিক ভিত্তি ছাড়াই হাউসের রিপাবলিকানরা একজন নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাকে অপমান করেছেন, যিনি আইন প্রয়োগ এবং আমাদের দেশের সেবা করতে ২০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন।’

সংবিধান বিশেষজ্ঞ এবং কয়েকজন রিপাবলিকানও বলেছেন যে, মায়োর্কাসের বিরুদ্ধে তদন্ত করে অপরাধের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে নিম্নকক্ষ। তাঁরা এই অভিশংসনকে নিছকই ‘নীতিগত বিরোধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইতিহাস হাউস রিপাবলিকানদের অসাংবিধানিক পক্ষপাতিত্বের নির্লজ্জ আচরণকে ক্ষমা করবে না। সংকীর্ণ রাজনৈতিক খেলা খেলতে গিয়ে রিপাবলিকানরা একজন সম্মানিত সরকারি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত