সুস্থ হওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে থাকব: বিল গেটস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২২, ২১: ২৪

মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মৃদু উপসর্গে ভুগছেন। একটি টুইট বার্তায় বিল গেটস নিজেই এমটি জানিয়েছেন। 

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি ও মৃদু উপসর্গে ভুগছি। ডাক্তাররা আমাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত এই পরামর্শ আমি মেনে চলব।’

আরেকটি টুইট বার্তায় বিল গেটস বলেন, আমি সৌভাগ্যবান যে, বুস্টারসহ (করোনা) টিকার তিন ডোজই গ্রহণ করেছি এবং যথাযথ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আমার আছে।’ 

 ২০২০ সালে করোনা মহামারির শুরু থেকেই এর নিয়ন্ত্রণের জন্য তৎপরতা চালাচ্ছেন বিল গেটস। বিশ্বজুড়ে সামাজিক দূরত্ববিধি, মাস্ক ও করোনাটিকা বাধ্যতামূলক করতে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছে দ্য গেটস ফাউন্ডেশন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত