অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। তবে কয়েকটি অঙ্গরাজ্যে আগেভাগেই এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে দিয়েছে। এর মধ্যে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের প্রথম দিনে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে একজনকে বেছে নিতে।
জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অগ্রিম ভোটের ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘ভোটারেরা আসছেন এবং তারা আমাদের জন্য একটি দারুণ সংখ্যায় ভোট নিয়ে আসছেন।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সরাসরি এবং ডাকযোগে ভোটদানের বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে, ২০২০ সালের নির্বাচনের আগে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ইলেকশন ল্যাব বলছে, এরই মধ্যে ৫৫ লাখ মার্কিন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ২০২০ সালে কোভিড মহামারির সময় এই সময়ে ২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নির্ধারক ভূমিকা পালন করে তার মধ্যে জর্জিয়া অন্যতম। এদিকে, মঙ্গলবার অঙ্গরাজ্যটি এক বিচারক চূড়ান্তভাবে গণনার আগে অস্থায়ীভাবে ২০২৪ সালের নির্বাচনের ব্যালট গণনা করে ভোটের মোট সংখ্যা যাচাই করার যে নিয়ম ছিল তা স্থগিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। তবে কয়েকটি অঙ্গরাজ্যে আগেভাগেই এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে দিয়েছে। এর মধ্যে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের প্রথম দিনে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে একজনকে বেছে নিতে।
জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অগ্রিম ভোটের ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘ভোটারেরা আসছেন এবং তারা আমাদের জন্য একটি দারুণ সংখ্যায় ভোট নিয়ে আসছেন।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সরাসরি এবং ডাকযোগে ভোটদানের বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে, ২০২০ সালের নির্বাচনের আগে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ইলেকশন ল্যাব বলছে, এরই মধ্যে ৫৫ লাখ মার্কিন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ২০২০ সালে কোভিড মহামারির সময় এই সময়ে ২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নির্ধারক ভূমিকা পালন করে তার মধ্যে জর্জিয়া অন্যতম। এদিকে, মঙ্গলবার অঙ্গরাজ্যটি এক বিচারক চূড়ান্তভাবে গণনার আগে অস্থায়ীভাবে ২০২৪ সালের নির্বাচনের ব্যালট গণনা করে ভোটের মোট সংখ্যা যাচাই করার যে নিয়ম ছিল তা স্থগিত করেছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
১৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রে বন্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক..
১৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়বেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। শিগগির বড় ধরনের অভিযানের মুখে পড়তে যাচ্ছেন তাঁরা। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথ নেবেন অভিবাসীবিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন...
২ ঘণ্টা আগেত্রিপুরার উনকোটি জেলার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, বাংলাদেশের সরকার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি বাঁধের উচ্চতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন নির্মাণ কার্যক্রমের ফলে ভারতীয় ভূখণ্ডে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন
২ ঘণ্টা আগে