মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: অগ্রিম ভোটগ্রহণ চলছে জর্জিয়া অঙ্গরাজ্যে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২০: ২৩
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। তবে কয়েকটি অঙ্গরাজ্যে আগেভাগেই এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে দিয়েছে। এর মধ্যে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্য অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের প্রথম দিনে ব্যাপক ভোটার উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে একজনকে বেছে নিতে। 

জর্জিয়ার দ্বিতীয় প্রধান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটার ভোট দিয়েছেন। এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে এই অঙ্গরাজ্যে ভোট দিয়েছিলেন ১ লাখ ৩৬ হাজার। তিনি এই সংখ্যাকে ‘দর্শনীয় ভোটার উপস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন। 

জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অগ্রিম ভোটের ব্যাপারে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘ভোটারেরা আসছেন এবং তারা আমাদের জন্য একটি দারুণ সংখ্যায় ভোট নিয়ে আসছেন।’ 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সরাসরি এবং ডাকযোগে ভোটদানের বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব অনুসারে, ২০২০ সালের নির্বাচনের আগে প্রতি ৭ জনের মধ্যে ১ জন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ইলেকশন ল্যাব বলছে, এরই মধ্যে ৫৫ লাখ মার্কিন ভোটার ডাকযোগে তাদের ভোট দিয়েছেন। ২০২০ সালে কোভিড মহামারির সময় এই সময়ে ২ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের যে সাতটি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি নির্ধারক ভূমিকা পালন করে তার মধ্যে জর্জিয়া অন্যতম। এদিকে, মঙ্গলবার অঙ্গরাজ্যটি এক বিচারক চূড়ান্তভাবে গণনার আগে অস্থায়ীভাবে ২০২৪ সালের নির্বাচনের ব্যালট গণনা করে ভোটের মোট সংখ্যা যাচাই করার যে নিয়ম ছিল তা স্থগিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত