অনলাইন ডেস্ক
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসের নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো । গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে হোয়াইট হাউস থেকে একটি টুইটবার্তা প্রকাশের পরই এ আহ্বান জানান তারা।
আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মুসলিম সংগঠন হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন। পাশাপাশি ‘প্যালেস্টাইনের সঙ্গে ঈদ’ নামে একটি পাল্টা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।
একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবং দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস তাদের সাম্প্রতিক বক্তব্যে গাজায় ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব, রমজান মাসে আল-আকসায় মুসলিমদের নির্যাতন ও ফিলিস্তিনের সাম্প্রতিক হত্যাযজ্ঞকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সংহতির নিদর্শন স্বরূপ সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সকল মুসলিম নেতাদের হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের আহ্বান জানানো হচ্ছে।
এর আগে দ্য কাউন্সিন অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের একটি সংগঠনও হোয়াইট হাউজের ঈদ উদযাপন বয়কটের আহ্বান জানায় ।
গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব।
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোয়াইট হাউসের নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো । গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার সমর্থন জানিয়ে হোয়াইট হাউস থেকে একটি টুইটবার্তা প্রকাশের পরই এ আহ্বান জানান তারা।
আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন’ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মুসলিম সংগঠন হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছেন। পাশাপাশি ‘প্যালেস্টাইনের সঙ্গে ঈদ’ নামে একটি পাল্টা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।
একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এবং দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস তাদের সাম্প্রতিক বক্তব্যে গাজায় ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব, রমজান মাসে আল-আকসায় মুসলিমদের নির্যাতন ও ফিলিস্তিনের সাম্প্রতিক হত্যাযজ্ঞকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সংহতির নিদর্শন স্বরূপ সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সকল মুসলিম নেতাদের হোয়াইট হাউসের ঈদ নৈশভোজ বর্জনের আহ্বান জানানো হচ্ছে।
এর আগে দ্য কাউন্সিন অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের একটি সংগঠনও হোয়াইট হাউজের ঈদ উদযাপন বয়কটের আহ্বান জানায় ।
গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৪ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৪ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬ ঘণ্টা আগে