আবার মত পাল্টালেন ইলন মাস্ক, স্টারলিংকে অর্থায়ন চালু রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১: ৪৬
Thumbnail image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য অর্থায়ন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেনে এই পরিষেবা চালু রাখতে অপারগতা জানানোর পর গতকাল শনিবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক।

এ বিষয়ে আজ রোববার এক টুইটার পোস্টে মাস্ক বলেছেন, ‘যদিও স্টারলিংক এই মুহূর্তে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে এবং অন্যান্য সংস্থা করদাতাদের কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার পাচ্ছে, এর পরেও আমরা ইউক্রেন সরকারকে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, স্টারলিংক তাদের মূল নেটওয়ার্কের জন্য অর্থায়নের বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে টুইটারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অযাচিত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের অন্যান্য নাগরিকের নিন্দার শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক।

রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের অনলাইন ব্যবস্থায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে। গত সপ্তাহে ইলন মাস্কের দেওয়া এক পরিসংখ্যান অনুযায়ী, স্পেসএক্স এ পর্যন্ত ইউক্রেনকে ২৫ হাজার ‘গ্রাউন্ড টার্মিনাল’ দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে ইলন মাস্ক বলেছিলেন, ‘স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাইছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।’

এর পরদিন শনিবার তিনি আরেকটি পোস্টে ইউক্রেনে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা চালু রাখার সিদ্ধান্তের কথা জানালেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত