Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৬২ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০: ১৫
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৬২ 

টানা কয়েক দিনের তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের জনজীবন। কিছু কিছু এলাকার পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে তুষারঝড়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, তুষারঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্কের বাফেলো শহর। সেখানে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে শহরটির এরি কাউন্টিতে। 

এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকার্জ সংবাদ সম্মেলনে বলেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুষারঝড়ের কারণে। এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগব্যবস্থা। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় পরিবারের সঙ্গে বড়দিন উদ্‌যাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে অনেক মানুষ। 

অনেক অঙ্গরাজ্যেই রাস্তায় পুরু তুষারের আস্তরণ জমেছে। এতে সড়কে আটকা পড়েছে বহু যানবাহন। ফলে যোগাযোগ ও পরিবহনব্যবস্থা বিপর্যস্ত। এ ছাড়া তুষারঝড়ের কারণে বাতিল করতে হয়েছে কয়েক হাজার ফ্লাইট। কেবল মঙ্গলবারই প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবাও। বিদ্যুৎহীন অবস্থায় আড়াই লাখের বেশি গ্রাহক। 

টানা কয়েক দিনের তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের জনজীবন। ছবি: এএফপিঅনেক এলাকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে। কোথাও কোথাও আট ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকতে হবে বাসিন্দাদের। তীব্র ঠান্ডায় বাইরে বের হলে অসুস্থ, এমনকি প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। 

আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী। কখনো গাড়ির ভেতর থেকে, কখনো তুষারের আস্তরণের নিচ থেকে মিলছে মৃতদেহ। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া অফিস। 

এদিকে কানাডার অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে তুষারঝড়ে দেখা দিয়েছে স্থবিরতা। এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিদ্যুৎবিহীন আছে লাখো মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত