Ajker Patrika

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের অভিযানে নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯: ৫৪
বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের অভিযানে নিহত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রেইগ রবার্টসন নামে ওই ব্যক্তি এক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি  ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে। 

রবার্টসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উতাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি একধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।

 ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল। 

মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই। 

উল্লেখ্য, ওই ব্যক্তি এমন এক সময়ে নিহত হন, যার মাত্র কয়েক ঘণ্টা পর বাইডেনের উতাহে সফর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর প্রথম উতাহ সফর। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানেও অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত