অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রেইগ রবার্টসন নামে ওই ব্যক্তি এক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।
রবার্টসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উতাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি একধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।
ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল।
মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।
উল্লেখ্য, ওই ব্যক্তি এমন এক সময়ে নিহত হন, যার মাত্র কয়েক ঘণ্টা পর বাইডেনের উতাহে সফর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর প্রথম উতাহ সফর। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানেও অংশ নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উতাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতে ওই ব্যক্তি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রেইগ রবার্টসন নামে ওই ব্যক্তি এক পোস্টে বন্দুকের ছবি শেয়ার করে জো বাইডেন ও ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের অ্যাটর্নি আলভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা হাশ মানি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্র্যাগ। এ ছাড়া মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসকেও হুমকি দেওয়া হয়েছে।
রবার্টসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি শুনেছি, বাইডেন উতাহে আসছেন। তাই আমি আমার গিলি স্যুট (ঘাস-লতাপাতার সমন্বয়ে তৈরি একধরনের ছদ্মবেশ ধারণের পোশাক) এবং এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’ রবার্টসন এর আগেও আরও ডজনখানেক হুমকিমূলক পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে।
ফেসবুকে এই পোস্ট দেওয়ার পর ক্রেইগ রবার্টসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আলভিন ব্র্যাগের বিরুদ্ধে হুমকি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন রবার্টসন। সে সময় ট্রুথ সোশ্যাল এফবিআইকে বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছিল।
মামলার পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। এর বাইরে এফবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই অভিযান চালায় এফবিআই।
উল্লেখ্য, ওই ব্যক্তি এমন এক সময়ে নিহত হন, যার মাত্র কয়েক ঘণ্টা পর বাইডেনের উতাহে সফর করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর প্রথম উতাহ সফর। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানেও অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে