অনলাইন ডেস্ক
বিশ্ব রাজনীতিতে ক্ষমতার জন্য কত যুদ্ধ-দাঙ্গাই না ঘটে। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সুখকর এক ঘটনাই ঘটেছে। একে রীতিমতো উন্মাদ কাণ্ডও বলা যায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি শহরে কয়েন টসের মাধ্যমে মেয়র নির্বাচন হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কয়েন টসের মাধ্যমে নর্থ ক্যারোলিনার শহর মনরোর নতুন মেয়র নির্বাচিত হয়েছেন রবার্ট বার্নস এবং রানার আপ হয়েছেন বব ইয়ানাসেক।
গত ৭ নভেম্বরের একটি নির্বাচনে অন্য তিন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোট গণনা শেষে দেখা যায়, বার্নস এবং ইয়ানাসেক প্রত্যেকেই একই সংখ্যক (৯৭০ টি) ভোট পেয়েছেন।
উভয় ব্যক্তি গত শুক্রবার স্থানীয় নির্বাচন বোর্ডের একটি সভায় যান এবং ভোট পুনঃগণনা বাতিল করেন। এরপর মেয়র নির্বাচনে আইনানুযায়ী টাই-ব্রেকার ডাকা হয়।
এই টাই-ব্রেকার ছিল কয়েন টস। এতে বার্নস এবং ইয়ানাসেকের মধ্যে যিনি জিতবেন তিনি নর্থ ক্যারোলিনার বৃহত্তম শার্লটের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বের ৩৫ হাজার বসতির মনোরো শহরের মেয়র হবেন।
বার্নস কয়েন টসের আগে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে বলেছিলেন, ‘এখন সবকিছু ঈশ্বরের হাতে। প্রত্যেকের যা করার কথা ছিল তা করেছে, এবং এখন আমরা একটি কয়েন টস করতে যাচ্ছি। এটি ব্যতিক্রমী বলে মনে হচ্ছে এবং সম্ভবত একটু প্রাচীন। আমি জানি, লোকেরা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে...এই সিদ্ধান্ত নিয়েছে যে...সম্ভবত এটি কখনই ঘটবে না। কিন্তু এটা এখানে ঘটছে।’
কয়েক মিনিট পরে ইয়ানাসেক টসের জন্য হেডস ডাকেন। একজন নির্বাচনী কর্মকর্তার কয়েন টস করলে টেল ওঠে। এ সময় বার্নস উল্লাসে পেছনের দিকে চলে যান ও সমর্থকেরা উল্লাস করে।
বার্নস দুই হাত উপরের দিতে তুলে ধরেন এবং স্ত্রীকে চুম্বন করেন এ সময় তিনি ইয়ানাসেকের সঙ্গেও আলিঙ্গন করেন।
বিশ্ব রাজনীতিতে ক্ষমতার জন্য কত যুদ্ধ-দাঙ্গাই না ঘটে। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সুখকর এক ঘটনাই ঘটেছে। একে রীতিমতো উন্মাদ কাণ্ডও বলা যায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি শহরে কয়েন টসের মাধ্যমে মেয়র নির্বাচন হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কয়েন টসের মাধ্যমে নর্থ ক্যারোলিনার শহর মনরোর নতুন মেয়র নির্বাচিত হয়েছেন রবার্ট বার্নস এবং রানার আপ হয়েছেন বব ইয়ানাসেক।
গত ৭ নভেম্বরের একটি নির্বাচনে অন্য তিন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোট গণনা শেষে দেখা যায়, বার্নস এবং ইয়ানাসেক প্রত্যেকেই একই সংখ্যক (৯৭০ টি) ভোট পেয়েছেন।
উভয় ব্যক্তি গত শুক্রবার স্থানীয় নির্বাচন বোর্ডের একটি সভায় যান এবং ভোট পুনঃগণনা বাতিল করেন। এরপর মেয়র নির্বাচনে আইনানুযায়ী টাই-ব্রেকার ডাকা হয়।
এই টাই-ব্রেকার ছিল কয়েন টস। এতে বার্নস এবং ইয়ানাসেকের মধ্যে যিনি জিতবেন তিনি নর্থ ক্যারোলিনার বৃহত্তম শার্লটের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বের ৩৫ হাজার বসতির মনোরো শহরের মেয়র হবেন।
বার্নস কয়েন টসের আগে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে বলেছিলেন, ‘এখন সবকিছু ঈশ্বরের হাতে। প্রত্যেকের যা করার কথা ছিল তা করেছে, এবং এখন আমরা একটি কয়েন টস করতে যাচ্ছি। এটি ব্যতিক্রমী বলে মনে হচ্ছে এবং সম্ভবত একটু প্রাচীন। আমি জানি, লোকেরা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে...এই সিদ্ধান্ত নিয়েছে যে...সম্ভবত এটি কখনই ঘটবে না। কিন্তু এটা এখানে ঘটছে।’
কয়েক মিনিট পরে ইয়ানাসেক টসের জন্য হেডস ডাকেন। একজন নির্বাচনী কর্মকর্তার কয়েন টস করলে টেল ওঠে। এ সময় বার্নস উল্লাসে পেছনের দিকে চলে যান ও সমর্থকেরা উল্লাস করে।
বার্নস দুই হাত উপরের দিতে তুলে ধরেন এবং স্ত্রীকে চুম্বন করেন এ সময় তিনি ইয়ানাসেকের সঙ্গেও আলিঙ্গন করেন।
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৪ ঘণ্টা আগে