অনলাইন ডেস্ক
উড্ডয়নের কিছুক্ষণ পরেই কানাডার সুদূর উত্তরে বিধ্বস্ত হয়েছে খনিশ্রমিকদের বহনকারী একটি বিমান। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একজন বেঁচে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ট্রেলিয়ার বৃহৎ মাইনিং গ্রুপ রিও টিন্টোর খনিতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রিও টিন্টো বলেছে, একটি বিমান শ্রমিকদের নিয়ে ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটেছে।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্নোমোবাইলে থাকা কানাডীয় রেঞ্জাররা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষটি শনাক্ত করেছেন। উদ্ধারকারী টেকনিশিয়ানরা হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে দুর্ঘটনাস্থলে নামেন।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনা করা নর্থ ওয়েস্টার্ন এয়ার বলেছে, শ্রমিকদের বহন করা দুর্ঘটনাকবলিত চার্টার ফ্লাইটটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনার পর আজ বুধবার পর্যন্ত ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট গ্রাউন্ডেড (স্থগিত) করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে একটি দলকে দায়িত্ব দিয়েছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টশহোম ক্ষতিগ্রস্তদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই খবরে আমরা বিধ্বস্ত। শোকাহতদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি।’
উড্ডয়নের কিছুক্ষণ পরেই কানাডার সুদূর উত্তরে বিধ্বস্ত হয়েছে খনিশ্রমিকদের বহনকারী একটি বিমান। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। একজন বেঁচে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ট্রেলিয়ার বৃহৎ মাইনিং গ্রুপ রিও টিন্টোর খনিতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। রিও টিন্টো বলেছে, একটি বিমান শ্রমিকদের নিয়ে ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটেছে।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্নোমোবাইলে থাকা কানাডীয় রেঞ্জাররা বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষটি শনাক্ত করেছেন। উদ্ধারকারী টেকনিশিয়ানরা হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে দুর্ঘটনাস্থলে নামেন।
জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনা করা নর্থ ওয়েস্টার্ন এয়ার বলেছে, শ্রমিকদের বহন করা দুর্ঘটনাকবলিত চার্টার ফ্লাইটটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনার পর আজ বুধবার পর্যন্ত ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট গ্রাউন্ডেড (স্থগিত) করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে একটি দলকে দায়িত্ব দিয়েছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টশহোম ক্ষতিগ্রস্তদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই খবরে আমরা বিধ্বস্ত। শোকাহতদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৪ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৫ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৬ ঘণ্টা আগে