অনলাইন ডেস্ক
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই, গতকাল বুধবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সেখানে পা রেখেছিলেন তিনি। বর্তমান ও পরবর্তী প্রেসিডেন্ট হাতে হাত মিলিয়ে প্রতিশ্রুতি জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের।
গতকাল বুধবার ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন। চার বছর আগে বিজয়ী কঠোর প্রতিদ্বন্দ্বীর প্রতি যে সৌজন্য ট্রাম্পের দেখানোর দরকার ছিল, সেটা বাইডেন না পেলেও নিজে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কসুর করেননি। ২০২০ সালে ক্ষমতা হস্তান্তরের সময় তারা ছিলেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে। ট্রাম্পকে পরাজিত করে বাইডেন পেয়েছিলেন আমেরিকা শাসনের ক্ষমতা। আর সেই নির্বাচনের পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্পকে বারবার’ গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। তবে এবার তাঁকেই অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, ‘ওয়েলকাম ব্যাক।’ ট্রাম্পকে বাইডেন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য মুখিয়ে আছেন এবং ‘আপনার সব প্রয়োজন মেটাতে আমরা সর্বাত্মক সাহায্য করব।’
এ সময় ট্রাম্প বলেন, ‘রাজনীতি কঠিন। অনেক ক্ষেত্রে এটা তেমন একটা সুন্দর নয়, তবে আজ সুন্দর। এই রাজনীতির প্রশংসা করি আমি।’ ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলে ট্রাম্প উল্লেখ করলেও ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে তাঁর কিছু গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র সই করা বাকি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এ বৈঠকে কথা হবে এমনটা ভাবা হচ্ছিল। ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে রাশিয়ার বিপক্ষে লড়াইয়ে ইউক্রেনকে মার্কিন সহায়তা দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।
ট্রাম্পের এই আমন্ত্রণ রক্ষার সময় তাঁর সঙ্গে ছিলেন না সাবেক এবং ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রথম মেয়াদেও বেশির ভাগ সময়ই হোয়াইট হাউসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। এমনকি এই নির্বাচনের ক্যাম্পেইনেও খুব একটা দেখা যায়নি তাঁকে। বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে মেলানিয়ার জন্য একটি হাতে লেখা অভিনন্দনপত্র দেন।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই, গতকাল বুধবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সেখানে পা রেখেছিলেন তিনি। বর্তমান ও পরবর্তী প্রেসিডেন্ট হাতে হাত মিলিয়ে প্রতিশ্রুতি জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের।
গতকাল বুধবার ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন। চার বছর আগে বিজয়ী কঠোর প্রতিদ্বন্দ্বীর প্রতি যে সৌজন্য ট্রাম্পের দেখানোর দরকার ছিল, সেটা বাইডেন না পেলেও নিজে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কসুর করেননি। ২০২০ সালে ক্ষমতা হস্তান্তরের সময় তারা ছিলেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে। ট্রাম্পকে পরাজিত করে বাইডেন পেয়েছিলেন আমেরিকা শাসনের ক্ষমতা। আর সেই নির্বাচনের পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্পকে বারবার’ গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। তবে এবার তাঁকেই অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, ‘ওয়েলকাম ব্যাক।’ ট্রাম্পকে বাইডেন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য মুখিয়ে আছেন এবং ‘আপনার সব প্রয়োজন মেটাতে আমরা সর্বাত্মক সাহায্য করব।’
এ সময় ট্রাম্প বলেন, ‘রাজনীতি কঠিন। অনেক ক্ষেত্রে এটা তেমন একটা সুন্দর নয়, তবে আজ সুন্দর। এই রাজনীতির প্রশংসা করি আমি।’ ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলে ট্রাম্প উল্লেখ করলেও ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে তাঁর কিছু গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র সই করা বাকি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এ বৈঠকে কথা হবে এমনটা ভাবা হচ্ছিল। ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে রাশিয়ার বিপক্ষে লড়াইয়ে ইউক্রেনকে মার্কিন সহায়তা দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।
ট্রাম্পের এই আমন্ত্রণ রক্ষার সময় তাঁর সঙ্গে ছিলেন না সাবেক এবং ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রথম মেয়াদেও বেশির ভাগ সময়ই হোয়াইট হাউসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। এমনকি এই নির্বাচনের ক্যাম্পেইনেও খুব একটা দেখা যায়নি তাঁকে। বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে মেলানিয়ার জন্য একটি হাতে লেখা অভিনন্দনপত্র দেন।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়বেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। শিগগির বড় ধরনের অভিযানের মুখে পড়তে যাচ্ছেন তাঁরা। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথ নেবেন অভিবাসীবিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন...
২ মিনিট আগেত্রিপুরার উনকোটি জেলার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, বাংলাদেশের সরকার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি বাঁধের উচ্চতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন নির্মাণ কার্যক্রমের ফলে ভারতীয় ভূখণ্ডে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন
৫ মিনিট আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কাতারে কয়েকটি দেশের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দিয়েছে। কিন্তু তবুও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৩ জন। আর এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায়...
১৮ মিনিট আগেদীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
৩৫ মিনিট আগে