Ajker Patrika

ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে ইইউ ও ইতালির পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগ

অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইতালির পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ইতালির গ্রিন পার্টির দুজন সংসদ সদস্য দাবি করেছেন, গত ডিসেম্বরে ভেনিসে হাঁস শিকার করতে গিয়ে তিনি এই আইন লঙ্ঘন করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ভেনেটো আঞ্চলিক পরিষদের সদস্য আন্দ্রেয়া জানোনি ও দেশটির জাতীয় সংসদের সদস্য লুয়ানা জানেলা ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। তাঁরা আঞ্চলিক ও জাতীয় কর্তৃপক্ষের কাছে পৃথক দুটি সংসদীয় প্রশ্ন উত্থাপন করে ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানোনি জানান, তিনি একটি ভিডিও দেখেছেন। যেখানে ট্রাম্প জুনিয়র ইইউর ‘প্রকৃতি-২০০০’ সংরক্ষিত অঞ্চলে শিকার করছেন এবং তাঁর পাশে একটি বিরল প্রজাতির মৃত রাডি শেলডাক (চখাচখি বা মানিকজোড় হাঁস) পড়ে রয়েছে।

জানোনি আরও বলেন, ‘ট্রাম্প জুনিয়রের পাশে যে রাডি শেলডাক (চখাচখি বা মানিকজোড় হাঁস) পড়ে ছিল, তা ইউরোপে বিরল এবং ইইউ বার্ডস ডিরেকটিভ ও ইতালির বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই পাখি হত্যা বা ধরা দণ্ডনীয় অপরাধ।’

উল্লেখ্য, ইতালিতে শিকার আইনত বৈধ হলেও এটি কঠোরভাবে নিয়ন্ত্রিত।

আন্দ্রেয়া জানোনি যে ভিডিওর কথা বলেছেন, সেটির দৈর্ঘ্য প্রায় ৬ মিনিট। এই ভিডিওতে ট্রাম্প জুনিয়রকে ভেনিসের একটি সংরক্ষিত জলাভূমিতে হাঁস শিকার করতে দেখা যায়। তবে তাঁর এই শিকার অভিযান ‘ফিল্ড ইথোস’ নামে একটি ভ্রমণবিষয়ক ম্যাগাজিনের প্রচারণার অংশ ছিল। ট্রাম্প জুনিয়র এই ম্যাগাজিনের সহপ্রতিষ্ঠাতা।

ভিডিওতে ট্রাম্প জুনিয়রকে বলতে শোনা যায়, ‘অনেক উইজন (ইউরেশীয় সিঁথিহাঁস), টিল (পাতি তিলিহাঁস) পেয়েছি। একটা বিরল প্রজাতির হাঁসও পেয়েছি। তবে আমি জানি না এর ইংরেজি নাম কী।’ ভিডিওটি কবেকার, এ ব্যাপারে এখনো জানা যায়নি। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ফিল্ড ইথোসের ইউটিউব চ্যানেলে ভিডিওটির একটি ছোট ক্লিপ আপলোড করা হয়।

এ বিষয়ে জানতে রয়টার্স ট্রাম্প জুনিয়র ও ফিল্ড ইথোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইতালির পরিবেশমন্ত্রী গিলবার্তো পিকেটো ফ্রাটিন ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএকে জানান, তিনি বিষয়টি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

ইতালির গণমাধ্যমের তথ্যমতে, ট্রাম্প জুনিয়র গত বছরের ডিসেম্বরে তাঁর বান্ধবীর সঙ্গে ভেনিসে ছিলেন। তবে আইন ভঙ্গ করে বিরল প্রজাতির হাঁস মারার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ২০২৬ সালেই, এতে মর্যাদা আরও বাড়বে: প্রধান উপদেষ্টা

৬ সংস্কার কমিশনের কিছু সুপারিশ রাজনৈতিক সংলাপ ছাড়াই বাস্তবায়ন হবে: প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত