অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার স্টার্লিং নামক এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় দমকল বিভাগের সহকারী প্রধান জেমস উইলিয়ামস বিস্ফোরণটিকে ‘সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় সময় গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
উইলিয়ামস আরও বলেন, তদন্তের জন্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভার্জিনিয়ার স্টার্লিংয়ের বাড়িটিতে অগ্নিনির্বাপক এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছিল। তবে তদন্তের জন্য তাঁদের পাঠানো হয়েছিল কি না, তা খুলে বলেননি তিনি। উইলিয়ামস জানান, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বাড়িটিতে পৌঁছানোর পরপরই বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের পরপরই ৯ জন অগ্নিনির্বাপক কর্মী এবং দুজন বেসামরিক নাগরিককে কাছাকাছি অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান উইলিয়ামস। তিনি বলেন, আহতদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর, আবার কয়েকজনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ছবি এবং ভিডিওতে বাড়িটির ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। সেই বাড়ির ধ্বংসাবশেষ উঠানসহ রাস্তায় ছড়িয়ে আছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার স্টার্লিং নামক এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় দমকল বিভাগের সহকারী প্রধান জেমস উইলিয়ামস বিস্ফোরণটিকে ‘সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় সময় গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
উইলিয়ামস আরও বলেন, তদন্তের জন্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভার্জিনিয়ার স্টার্লিংয়ের বাড়িটিতে অগ্নিনির্বাপক এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছিল। তবে তদন্তের জন্য তাঁদের পাঠানো হয়েছিল কি না, তা খুলে বলেননি তিনি। উইলিয়ামস জানান, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বাড়িটিতে পৌঁছানোর পরপরই বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের পরপরই ৯ জন অগ্নিনির্বাপক কর্মী এবং দুজন বেসামরিক নাগরিককে কাছাকাছি অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান উইলিয়ামস। তিনি বলেন, আহতদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর, আবার কয়েকজনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ছবি এবং ভিডিওতে বাড়িটির ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। সেই বাড়ির ধ্বংসাবশেষ উঠানসহ রাস্তায় ছড়িয়ে আছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, তাঁর দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ওই ঘোষণা দেন। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প
৭ ঘণ্টা আগেবাশার আল-আসাদের পতন হলে সিরিয়ায় নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সিএনএন জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগেজলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়. যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
৯ ঘণ্টা আগে