Ajker Patrika

বাইডেনের সঙ্গে ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক হয়েছে: এরদোয়ান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২১, ০৯: ১৮
বাইডেনের সঙ্গে ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক হয়েছে: এরদোয়ান

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফলপ্রসূ ও আন্তরিক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল স্থানীয় সময় সোমবার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) ৩১ তম সম্মেলনের সাইডলাইনে বাইডেন এবং এরদোয়ানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠক নিয়ে সাংবাদিকদেরকে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি এমন এখানে এমন কোনো সমস্যা নেই যেটি তুরস্ক-মার্কিন সম্পর্কের সমাধান করতে পারবে না। 

এদিকে বৈঠকের পর বাইডেন জানান, এরদোয়ানের সঙ্গে তাঁর খুব ভালো বৈঠক হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী হওয়া এই বৈঠকের বিষয়ে বাইডেন বলেন, বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকটি ছিল ইতিবাচক এবং ফলপ্রসূ।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে দাগ ফেলেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র। রাশিয়ার থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়ায় ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ককে গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র চায় তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন না করুক। মার্কিন প্রশাসনের দাবি, এর মাধ্যমে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা নজরদারির আওতায় আনতে পারবে তুরস্ক। মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দিয়েছে ।

এ নিয়ে এরদোয়ান বলেন, আমি বাইডেনকে বলেছি যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে আমার চিন্তা আগের মতোই আছে। আমি এফ-৩৫ যুদ্ধবিমানের ইস্যুটিও উত্থাপন করেছে। সামরিক শিল্পে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়েও আমি বাইডেনকে বলেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত