অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এবার মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোরী। সম্প্রতি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, সন্দেহজনক অ্যালকোহল পান করার পর ১৯ বছর বয়সী বিয়াঙ্কা জোনসের মৃত্যু ঘটে। বিগত কিছুদিনের মধ্যে বিয়াঙ্কার মৃত্যু ছিল এ ধরনের চতুর্থ ঘটনা।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্প গোষ্ঠীটির শেয়ারদরে ধস নেমেছে। আদানির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার নাগাদ গোষ্ঠীটি ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ ২৮ হাজার কোটি
২ ঘণ্টা আগেপাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
৩ ঘণ্টা আগে