অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
১৭ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে