ট্রাম্পের জয় চান ইসরায়েলের বেশিরভাগ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২১: ২৫
ইসরায়েলে ট্রাম্প সমর্থকেরা। ছবি: এএফপি

পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় ইসরায়েলের ‘চ্যানেল-টুয়েলভ’ নামে একটি সংবাদ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চান দেশটির বেশির ভাগ মানুষ। মঙ্গলবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের এমন সমর্থনের কারণ ব্যাখ্যা করেছেন জেরুজালেমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি। তিনি বলেছেন, ‘অনেক ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল যাই করুক না কেন, ট্রাম্প সব সময় এই দেশটির পক্ষেই থাকবেন।’

পেরি জানান, ইসরায়েলিরা অবাক হতে পছন্দ করে, আর ট্রাম্পের কৌতুক তাঁদের সেই আশা মেটাতে সক্ষম। ইসরায়েলিরা এটাও বিশ্বাস করে যে, কমলা হ্যারিসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে গাজায় গণহত্যার দ্রুত সমাপ্তি ঘটাতে পারবেন ট্রাম্প।

তবে পেরি মনে করেন, ট্রাম্পের অধৈর্যতা এবং ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বাস্তবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে। আল-জাজিরাকে পেরি এটাও বলেন যে, ‘আসলে এটি নাও হতে পারে। এটাই সত্য যে, ট্রাম্প দুনিয়ায় যা ঘটছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।’

উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করেছিলেন এবং সেই সময়টিতে সিরিয়ায় ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। নিজেকে তিনি সে সময় ‘ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট’ বলেছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত