অনলাইন ডেস্ক
পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় ইসরায়েলের ‘চ্যানেল-টুয়েলভ’ নামে একটি সংবাদ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চান দেশটির বেশির ভাগ মানুষ। মঙ্গলবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের এমন সমর্থনের কারণ ব্যাখ্যা করেছেন জেরুজালেমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি। তিনি বলেছেন, ‘অনেক ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল যাই করুক না কেন, ট্রাম্প সব সময় এই দেশটির পক্ষেই থাকবেন।’
পেরি জানান, ইসরায়েলিরা অবাক হতে পছন্দ করে, আর ট্রাম্পের কৌতুক তাঁদের সেই আশা মেটাতে সক্ষম। ইসরায়েলিরা এটাও বিশ্বাস করে যে, কমলা হ্যারিসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে গাজায় গণহত্যার দ্রুত সমাপ্তি ঘটাতে পারবেন ট্রাম্প।
তবে পেরি মনে করেন, ট্রাম্পের অধৈর্যতা এবং ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বাস্তবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে। আল-জাজিরাকে পেরি এটাও বলেন যে, ‘আসলে এটি নাও হতে পারে। এটাই সত্য যে, ট্রাম্প দুনিয়ায় যা ঘটছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।’
উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করেছিলেন এবং সেই সময়টিতে সিরিয়ায় ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। নিজেকে তিনি সে সময় ‘ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট’ বলেছিলেন।
পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় ইসরায়েলের ‘চ্যানেল-টুয়েলভ’ নামে একটি সংবাদ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চান দেশটির বেশির ভাগ মানুষ। মঙ্গলবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের এমন সমর্থনের কারণ ব্যাখ্যা করেছেন জেরুজালেমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি। তিনি বলেছেন, ‘অনেক ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল যাই করুক না কেন, ট্রাম্প সব সময় এই দেশটির পক্ষেই থাকবেন।’
পেরি জানান, ইসরায়েলিরা অবাক হতে পছন্দ করে, আর ট্রাম্পের কৌতুক তাঁদের সেই আশা মেটাতে সক্ষম। ইসরায়েলিরা এটাও বিশ্বাস করে যে, কমলা হ্যারিসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে গাজায় গণহত্যার দ্রুত সমাপ্তি ঘটাতে পারবেন ট্রাম্প।
তবে পেরি মনে করেন, ট্রাম্পের অধৈর্যতা এবং ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বাস্তবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে। আল-জাজিরাকে পেরি এটাও বলেন যে, ‘আসলে এটি নাও হতে পারে। এটাই সত্য যে, ট্রাম্প দুনিয়ায় যা ঘটছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।’
উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করেছিলেন এবং সেই সময়টিতে সিরিয়ায় ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। নিজেকে তিনি সে সময় ‘ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট’ বলেছিলেন।
২০১৬ সালের মতোই দাপট নিয়ে ফিরে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কমলা হ্যারিসের দলের মধ্যে যে উৎসাহের জোয়ার দেখা গেছে তার মধ্যে যে বড় ফাঁক ছিল, সেটা ফলাফল দিয়েই প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, মাঠ পর্যায়ের প্রচারণা নিয়েও তাঁদের অনুমানও ছিল অতিরঞ্জিত।
৪ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকেই বোরকা সহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে সুইজারল্যান্ড। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে রয়টার্স।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। ব
৬ ঘণ্টা আগেরিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭ তম প্রে
৭ ঘণ্টা আগে