অনলাইন ডেস্ক
গত জানুয়ারির শুরুর দিকে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসি থেকে পদত্যাগ করেন প্রখ্যাত ব্রিটিশ–আমেরিকান সাংবাদিক মেহেদি হাসান। চ্যানেলটিতে ‘সান ডে শো’ অনুষ্ঠানের হোস্ট ছিলেন তিনি।
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও তার্কিক মেহেদি হাসান এবার একটি মিডিয়া কোম্পানি খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডলে এই ঘোষণা দেন তিনি।
ঘোষণায় মেহেদি হাসান লেখেন, ‘কিছু ব্যক্তিগত ও পেশাগত খবর: আমি একটি নতুন মিডিয়া কোম্পানি চালু করছি! নাম জেতেও (Zeteo)। বিদেশের মাটিতে যুদ্ধ, দেশে ফ্যাসিবাদ এবং সর্বত্র অপপ্রচারের এই যুগে, আমি আশা করি, আপনার সমর্থন পাব।’
এক্স প্রোফাইলে মেহেদি হাসান নিজেকে, ব্রিটিশ–আমেরিকান সাংবাদিক এবং নতুন মিডিয়া কোম্পানি জেতেও–এর এডিটর–ইন–চিফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে উল্লেখ করেছেন।
এমএসএনবিসি থেকে পদত্যাগের ঘোষণার সময়ই মেহেদি হাসান বলেছিলেন, জীবনে নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি এই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও মেহেদি হাসানের ‘সান ডে শো’ তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও গত নভেম্বরে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করে চ্যানেলটি। এ ঘোষণার পর প্রগতিশীল আইনপ্রণেতা ও অধিকারকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, ইসরায়েল নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণেই তাঁকে নিয়ে আপত্তি কর্তৃপক্ষের।
মেহেদি হাসানের নতুন এই মিডিয়া কেমন হবে সেটি নিয়ে ওয়েবসাইটে (zeteonews. com) সংক্ষেপে বলা হয়েছে—মেহেদি হাসানের নতুন মিডিয়া সংস্থা, যা স্বাধীন এবং সেন্সরহীন সাংবাদিকতা ফিরিয়ে আনবে।
ওয়েবসাইটের সম্পর্কিত অংশে বলা হয়েছে, ‘মূলধারার মিডিয়া’ সম্পর্কে আপনি কতবার অভিযোগ করেছেন? করপোরেট নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ সম্পর্কে? সফটবল ইন্টারভিউ প্রশ্ন বা আলস্যের সঙ্গে ‘উভয় পক্ষের’ কভারেজ সম্পর্কে আপনি কতবার অভিযোগ করেছেন?
Zeteo–তে স্বাগতম, যেখানে স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতা প্রত্যাবর্তন করছে। পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক মেহেদি হাসান প্রতিষ্ঠিত, Zeteo নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ যার ইংরেজি অর্থ seeking out (অনুসন্ধান) ও striving (প্রচেষ্টা) থেকে। এটি একটি নতুন মিডিয়া সংস্থা। এটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজে, সব সময় সত্যের সন্ধান করে।
এতে থাকবে হার্ড–হিট ইন্টারভিউ, আকর্ষণীয় পডকাস্ট এবং নিউজলেটার। হাই প্রোফাইল প্রদায়কদের মধ্যে থাকবেন প্রতিবেদক, লেখক, সেলিব্রিটি এবং আরও অনেকে।
Zeteo শুধু একটি মিডিয়া কোম্পানি নয়; এটি মিডিয়ার দায়বদ্ধতার আন্দোলন!
গত জানুয়ারির শুরুর দিকে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসি থেকে পদত্যাগ করেন প্রখ্যাত ব্রিটিশ–আমেরিকান সাংবাদিক মেহেদি হাসান। চ্যানেলটিতে ‘সান ডে শো’ অনুষ্ঠানের হোস্ট ছিলেন তিনি।
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও তার্কিক মেহেদি হাসান এবার একটি মিডিয়া কোম্পানি খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডলে এই ঘোষণা দেন তিনি।
ঘোষণায় মেহেদি হাসান লেখেন, ‘কিছু ব্যক্তিগত ও পেশাগত খবর: আমি একটি নতুন মিডিয়া কোম্পানি চালু করছি! নাম জেতেও (Zeteo)। বিদেশের মাটিতে যুদ্ধ, দেশে ফ্যাসিবাদ এবং সর্বত্র অপপ্রচারের এই যুগে, আমি আশা করি, আপনার সমর্থন পাব।’
এক্স প্রোফাইলে মেহেদি হাসান নিজেকে, ব্রিটিশ–আমেরিকান সাংবাদিক এবং নতুন মিডিয়া কোম্পানি জেতেও–এর এডিটর–ইন–চিফ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে উল্লেখ করেছেন।
এমএসএনবিসি থেকে পদত্যাগের ঘোষণার সময়ই মেহেদি হাসান বলেছিলেন, জীবনে নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি এই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও মেহেদি হাসানের ‘সান ডে শো’ তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও গত নভেম্বরে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করে চ্যানেলটি। এ ঘোষণার পর প্রগতিশীল আইনপ্রণেতা ও অধিকারকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, ইসরায়েল নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণেই তাঁকে নিয়ে আপত্তি কর্তৃপক্ষের।
মেহেদি হাসানের নতুন এই মিডিয়া কেমন হবে সেটি নিয়ে ওয়েবসাইটে (zeteonews. com) সংক্ষেপে বলা হয়েছে—মেহেদি হাসানের নতুন মিডিয়া সংস্থা, যা স্বাধীন এবং সেন্সরহীন সাংবাদিকতা ফিরিয়ে আনবে।
ওয়েবসাইটের সম্পর্কিত অংশে বলা হয়েছে, ‘মূলধারার মিডিয়া’ সম্পর্কে আপনি কতবার অভিযোগ করেছেন? করপোরেট নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ সম্পর্কে? সফটবল ইন্টারভিউ প্রশ্ন বা আলস্যের সঙ্গে ‘উভয় পক্ষের’ কভারেজ সম্পর্কে আপনি কতবার অভিযোগ করেছেন?
Zeteo–তে স্বাগতম, যেখানে স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতা প্রত্যাবর্তন করছে। পুরস্কার বিজয়ী সাংবাদিক এবং সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক মেহেদি হাসান প্রতিষ্ঠিত, Zeteo নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ যার ইংরেজি অর্থ seeking out (অনুসন্ধান) ও striving (প্রচেষ্টা) থেকে। এটি একটি নতুন মিডিয়া সংস্থা। এটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজে, সব সময় সত্যের সন্ধান করে।
এতে থাকবে হার্ড–হিট ইন্টারভিউ, আকর্ষণীয় পডকাস্ট এবং নিউজলেটার। হাই প্রোফাইল প্রদায়কদের মধ্যে থাকবেন প্রতিবেদক, লেখক, সেলিব্রিটি এবং আরও অনেকে।
Zeteo শুধু একটি মিডিয়া কোম্পানি নয়; এটি মিডিয়ার দায়বদ্ধতার আন্দোলন!
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
১ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেটিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। , , যোগাযোগমাধ্যম, সুপ্রিম কোর্ট, আদা
১৩ ঘণ্টা আগে