Ajker Patrika

ট্রাম্প প্রশাসনকে বিদেশি সহায়তা চালু করতে আদালতের নির্দেশ

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএএনএন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএএনএন

ট্রাম্প প্রশাসনকে বিদেশি সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। এই নির্দেশ ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সহায়তা স্থগিত রাখার প্রচেষ্টায় একটি বড় আঘাত।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করা বেশ কয়েকটি অলাভজনক সংস্থার আবেদনের পর এই রায় আসে। গত মাসে স্বাক্ষরিত আদেশটির মাধ্যমে মার্কিন পররাষ্ট্র সহায়তায় সামগ্রিকভাবে বিরতি ঘোষণা করা হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন।

তবে মার্কিন জেলা বিচারক আমির আলী গতকাল বৃহস্পতিবার পুরো নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় না দিয়ে একটি সীমিত সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।’

রায়ে বিচারক আলী বলেন, ‘আদালত প্রেসিডেন্ট বা তাঁর নির্বাহী আদেশের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপকে উপযুক্ত বা প্রয়োজনীয় মনে করছে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন এখনো অগণিত মার্কিন ব্যবসার ক্ষতির বিস্তারিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণগুলো অর্থপূর্ণভাবে চ্যালেঞ্জ করতে পারেনি। ক্ষতির মধ্যে রয়েছে বিভিন্ন কর্মসূচি বন্ধ হওয়া, কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানো ও ছাঁটাই করা এবং সংস্থাগুলো বন্ধ হয়ে যাওয়া।’

তবে এই রায়ের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক সহায়তা নিয়ে কাজ করে এমন একটি সংস্থা গ্লোবাল হেলথ কাউন্সিল। তারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট এলিশা ডান-জর্জিও বলেন, ‘এটি মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘এই রায় বিভিন্ন সংস্থাকে তাদের জীবন রক্ষাকারী কাজ পুনরায় শুরু করতে সহায়তা করবে, যা মার্কিন মূল্যবোধের শ্রেষ্ঠত্ব—সহানুভূতি, নেতৃত্ব এবং বৈশ্বিক স্বাস্থ্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে।’

বিচারক আলী উভয় পক্ষকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে একটি যৌথ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন, যেখানে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা থাকবে।

ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা স্থগিত করার পরপরই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে (ইউএসএইড) লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই সংস্থাটির কয়েক হাজার কর্মী এবং ঠিকাদারকে ইতিমধ্যে ছাঁটাই করা হয়েছে। অনেককে সাময়িক বরখাস্ত বা প্রশাসনিক ছুটিতেও পাঠানো হয়েছে।

ইউএসএইড প্রতিবছর মার্কিন সরকারের পক্ষ থেকে বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্রদান করে। তবে ট্রাম্প এবং সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক এই সংস্থাকে ‘অপ্রয়োজনীয় ব্যয়’ বলে সমালোচনা করেছেন। মাস্ক ইউএসএইডকে ‘অপরাধী সংগঠন’ বলেও অভিহিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত