অনলাইন ডেস্ক
অফিশিয়াল নাম ‘কানাডিয়ান প্যাসিফিক ২৮১৬’ হলেও এই ট্রেনের ডাকনাম ‘এমপ্রেস’ বা সম্রাজ্ঞী। কয়লা পুড়িয়ে বাষ্পচালিত এই ট্রেন তৈরি হয়েছিল ১৯৩০ সালে। এ ধরনের বাষ্পচালিত ট্রেন আধুনিক যোগাযোগব্যবস্থায় এখন আর কোথাও দেখা যায় না। এমপ্রেস নামের ট্রেনটিও তার জীবনের শেষ যাত্রায় রয়েছে এখন।
গত এপ্রিলে কানাডার ক্যালগারি থেকে একটি প্রদর্শনীমূলক যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পরে এটি কানাডার সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র হয়ে সম্প্রতি মেক্সিকোতে প্রবেশ করে। শুক্রবার এই ট্রেনটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পৌঁছানোর কথা থাকলেও এর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রেনটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে পৌঁছানোর পর গত সোমবার দেশটির হিদালগো রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল। ঐতিহ্যবাহী এই ট্রেন দেখার জন্য সেদিন হিদালগোর অনেক মানুষ ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি যখন আসছিল তখন এটিকে পেছনে রেখে অনেকেই সেলফি তুলছিলেন। কিন্তু এই সেলফি তুলতে গিয়েই মর্মান্তিক মৃত্যু ঘটেছে এক মেক্সিকান নারীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটিকে আসতে দেখে সেলফি তোলার অভিপ্রায় নিয়ে রেললাইনের খুব কাছেই মোবাইল ধরে বসে ছিলেন ওই নারী। কিন্তু তিনি আসলে মাপে ভুল করেছিলেন। ট্রেনটি পাশ দিয়ে যাওয়ার সময় এর একটি কোনা সজোরে আঘাত করে তাঁর মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে পড়ে যান তিনি। কেউ একজন তাঁকে টেনে তোলার চেষ্টা করলে দেখা যায়, মুহূর্তের মধ্যেই নিথর হয়ে গেছে তাঁর শরীর।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরও অনেকের সঙ্গে ৩০ বছরের কম বয়সী ডুলসি অ্যালোন্দ্রা নামের ওই নারীও ট্রেনটি দেখতে এসেছিলেন। কাছাকাছি একটি স্কুল থেকে তিনি তাঁর ছেলেকেও নিয়ে এসেছিলেন বাষ্পচালিত ট্রেন দেখানোর জন্য। ট্রেনের আঘাতে ছেলের সামনেই প্রাণ হারান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাষ্পচালিত এমপ্রেস ট্রেন তার যাত্রা শেষ করে আগামী জুলাইয়ে ফিরে যাবে কানাডায়। সেখানেই এটি চিরদিনের জন্য অবসরে চলে যাবে।
ট্রেনটির নিয়ন্ত্রক সংস্থা ‘কানাডিয়ান প্যাসিফিক ক্যানসাস সিটি কোম্পানি’ এক বিবৃতিতে মর্মান্তিক ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চলন্ত এই ট্রেনটিকে যারাই দেখতে চাইবেন, তারা রেল লাইন থেকে অন্তত ১০ মিটার দূরত্বে অবস্থান করবেন।
অফিশিয়াল নাম ‘কানাডিয়ান প্যাসিফিক ২৮১৬’ হলেও এই ট্রেনের ডাকনাম ‘এমপ্রেস’ বা সম্রাজ্ঞী। কয়লা পুড়িয়ে বাষ্পচালিত এই ট্রেন তৈরি হয়েছিল ১৯৩০ সালে। এ ধরনের বাষ্পচালিত ট্রেন আধুনিক যোগাযোগব্যবস্থায় এখন আর কোথাও দেখা যায় না। এমপ্রেস নামের ট্রেনটিও তার জীবনের শেষ যাত্রায় রয়েছে এখন।
গত এপ্রিলে কানাডার ক্যালগারি থেকে একটি প্রদর্শনীমূলক যাত্রা শুরু করেছিল ট্রেনটি। পরে এটি কানাডার সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র হয়ে সম্প্রতি মেক্সিকোতে প্রবেশ করে। শুক্রবার এই ট্রেনটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে পৌঁছানোর কথা থাকলেও এর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রেনটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে পৌঁছানোর পর গত সোমবার দেশটির হিদালগো রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল। ঐতিহ্যবাহী এই ট্রেন দেখার জন্য সেদিন হিদালগোর অনেক মানুষ ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি যখন আসছিল তখন এটিকে পেছনে রেখে অনেকেই সেলফি তুলছিলেন। কিন্তু এই সেলফি তুলতে গিয়েই মর্মান্তিক মৃত্যু ঘটেছে এক মেক্সিকান নারীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটিকে আসতে দেখে সেলফি তোলার অভিপ্রায় নিয়ে রেললাইনের খুব কাছেই মোবাইল ধরে বসে ছিলেন ওই নারী। কিন্তু তিনি আসলে মাপে ভুল করেছিলেন। ট্রেনটি পাশ দিয়ে যাওয়ার সময় এর একটি কোনা সজোরে আঘাত করে তাঁর মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গেই মুখ থুবড়ে পড়ে যান তিনি। কেউ একজন তাঁকে টেনে তোলার চেষ্টা করলে দেখা যায়, মুহূর্তের মধ্যেই নিথর হয়ে গেছে তাঁর শরীর।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আরও অনেকের সঙ্গে ৩০ বছরের কম বয়সী ডুলসি অ্যালোন্দ্রা নামের ওই নারীও ট্রেনটি দেখতে এসেছিলেন। কাছাকাছি একটি স্কুল থেকে তিনি তাঁর ছেলেকেও নিয়ে এসেছিলেন বাষ্পচালিত ট্রেন দেখানোর জন্য। ট্রেনের আঘাতে ছেলের সামনেই প্রাণ হারান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাষ্পচালিত এমপ্রেস ট্রেন তার যাত্রা শেষ করে আগামী জুলাইয়ে ফিরে যাবে কানাডায়। সেখানেই এটি চিরদিনের জন্য অবসরে চলে যাবে।
ট্রেনটির নিয়ন্ত্রক সংস্থা ‘কানাডিয়ান প্যাসিফিক ক্যানসাস সিটি কোম্পানি’ এক বিবৃতিতে মর্মান্তিক ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চলন্ত এই ট্রেনটিকে যারাই দেখতে চাইবেন, তারা রেল লাইন থেকে অন্তত ১০ মিটার দূরত্বে অবস্থান করবেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে