অনলাইন ডেস্ক
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।
গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।
২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
১ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
২ ঘণ্টা আগেরপ্তানি আয় চীনের অর্থনীতির একমাত্র উৎস। তাই এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। যেহেতু চীনের রপ্তানি আয় দেশটির মোট আয়ের এক-পঞ্চমাংশ সেহেতু, ২০ শতাংশ শুল্ক আরোপ হলে তাদের পণ্যের ওপর বিদেশের চাহিদা কমে যেতে পারে এবং এতে বাণিজ্য উদ্বৃত্
২ ঘণ্টা আগেইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
৩ ঘণ্টা আগে