অনলাইন ডেস্ক
ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোর নেতা এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার বাইডেনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল জাজির প্রতিবেদন অনুসারে, আগামী ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের বিষয়ে আলোচনার জন্য একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
জেন সাকি বলেছেন, ‘সেখানে (ইউরোপে) থাকাকালীন তাঁর লক্ষ্য হলো ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এই সময়ে নিজেদের অবস্থান কি তা মূল্যায়ন করা। আমাদের প্রেসিডেন্ট বাইডেন যে সামনাসামনি কূটনীতিতে বিশ্বাসী।’
সাকি বলেন, ‘বাইডেন এই সফরকে ন্যাটো মিত্রদের প্রতি আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে তা পুনরায় নিশ্চিত করতে ব্যবহার করবেন।’
এ দিকে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোর নেতা এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার বাইডেনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল জাজির প্রতিবেদন অনুসারে, আগামী ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের বিষয়ে আলোচনার জন্য একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
জেন সাকি বলেছেন, ‘সেখানে (ইউরোপে) থাকাকালীন তাঁর লক্ষ্য হলো ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এই সময়ে নিজেদের অবস্থান কি তা মূল্যায়ন করা। আমাদের প্রেসিডেন্ট বাইডেন যে সামনাসামনি কূটনীতিতে বিশ্বাসী।’
সাকি বলেন, ‘বাইডেন এই সফরকে ন্যাটো মিত্রদের প্রতি আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে তা পুনরায় নিশ্চিত করতে ব্যবহার করবেন।’
এ দিকে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অ্যারিজোনার বাসিন্দা ওই যুবক সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একাধিক ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওগুলোর একটিতে তাঁকে একটি এআর-১৫ মডেলের রাইফেল হাতে ধরে থাকতে দেখা যায় বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে
১৩ মিনিট আগেভারতের উত্তর প্রদেশ রাজ্যের জালাউনের এক নার্সকে দুই ব্যক্তি নির্মমভাবে ধর্ষণ করেছে। কেবল তাই নয়, ধর্ষণের পর সেই নার্সের গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
২ ঘণ্টা আগেরুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক প্রোক্রেমলিন দেশটির সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝারি পাল্লার, তবে এই পাল্লার সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছাতে পারে।
২ ঘণ্টা আগেদিল্লিতে একটি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা বিজেপি সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার পর মেয়েরা ঘর থেকে বের হতে পারেন না।’
২ ঘণ্টা আগে