১১ কোটি ডলারে পিকাসোর ১১ ছবির মালিকানা বদল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১৩: ২৪
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৩: ৩৩

আগামীকাল ২৫ অক্টোবর বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিয়ে বিলাজিওতে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসের সবচেয়ে বড় নিলাম। এখানে পিকাসোর ১১টি শিল্পকর্ম বিক্রি হয়েছে ১০ কোটি ৯০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি ৬৭ লাখ টাকা। 

নিলাম প্রতিষ্ঠান নিউইয়র্ক সেল রুম ও এমজিএম যৌথভাবে এই নিলামের আয়োজন করে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তাঁর সব শিল্পকর্ম সংগ্রহ ও বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করার পরিকল্পনা আয়োজকদের। 

নিলাম হওয়া শিল্পকর্মের মধ্যে ১৯৩৮ সালের লাল-কমলা ব্রেটে থাকা নারীর প্রতিকৃতি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলারে। ১৯৭০ সালে আঁকা পিকাসোর অন্যতম নিখুঁত প্রতিকৃতি ‘একজন মানুষের বক্ষ’ বিক্রি হয়েছে ৮০ লাখ ডলারে। পিকাসোর শেষ বয়স তথা ১৯৬৯ সালের আঁকা ‘মানুষ ও শিশু’ বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ডলারে। ভিনসেন্ট ভ্যান গগ থেকে অনুপ্রাণিত হয়ে একই বছর আঁকা প্রতিকৃতি ‘মানুষের মাথা’ শিল্পকর্মটি বিক্রি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ডলারে। 

 ১৯৫৬ সালের সিরামিক টুকরা দিয়ে নির্মিত ‘দাড়িওয়ালা মানুষের মাথা’ প্রতিকৃতিটি বিক্রি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ডলারে। ১৯৪২ সালে প্যারিসে নাৎসি দখলের সময় আঁকা ‘ফল এবং ফুলের ঝুড়িসহ স্থির জীবন’ চিত্রটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ডলারে। এমন আরও পাঁচটি শিল্পকর্ম এই বেলাজিও নিলামঘর থেকে বিক্রি হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত