কানাডার আদালতে নিজ্জর-ঘনিষ্ঠ খলিস্তানপন্থী ‘সন্ত্রাসী’ ডাল্লার জামিন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩৩
Thumbnail image
অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে কানাডার মিলটন শহরে একটি গোলাগুলির ঘটনায় তদন্তকারীদের সন্দেহে ছিলেন অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। ধারণা করা হয়, আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন তিনিই। সেই মামলাতে গত ২৮ অক্টোবর কানাডার অন্টারিওতে গ্রেপ্তার করা হয় অর্শদীপকে।

রোববার এনডিটিভি, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেছেন অর্শ ডাল্লা। কানাডার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে।

আনন্দবাজার জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পর থেকেই অর্শদীপকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডাকে চাপ দিয়েছিল ভারত। কিন্তু এর মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বেড়েছে বলে মনে করছেন অনেকে।

ডাল্লাকে ৩০ হাজার মার্কিন ডলারের বন্ডে জামিন দিয়েছেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি।

ভারতীয় কেন্দ্রীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, জামিন পেলেও ডাল্লার প্রত্যর্পণের বিষয়ে পিছু হটবে না ভারত সরকার। গত মাসেই কানাডার অন্টারিওর একটি আদালতে ভারত সরকারের প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত মামলাও নথিভুক্ত হয়েছে।

ডাল্লার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের। ভারতে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণাও করা হয়েছিল। তবে তাঁর নাগাল পাওয়া যায়নি।

ভারতীয় গোয়েন্দা সূত্রমতে, কানাডায় স্ত্রীকে নিয়ে বাস করছিলেন ডাল্লা। গত বছর দেশটিতে নিহত খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের অনুগামী ছিলেন ডাল্লা। শুধু তা-ই নয়, নিজ্জরের অবর্তমানে তাঁর তৈরি খলিস্তানপন্থী সংগঠন খলিস্তানি টাইগার ফোর্সেরও (কেটিএফ) দেখভাল করেন তিনি।

ভারতের পঞ্জাবের মোগা অঞ্চলের বাসিন্দা ছিলেন ডাল্লা। সেখানেই ছোট খাট নানা অপরাধে হাত পাকান তিনি। পরে ‘গ্যাংস্টার’ হওয়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে পাড়ি জমান কানাডায়। সেখানে গিয়েই নিজ্জরের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত