Ajker Patrika

ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২১, ১৫: ২৫
ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫ 

ঢাকা: ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রোববার মার্কিন সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভেতরে দুটি স্থানে এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরাকে মার্কিন সেনা ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মার্কিন এই হামলায় নিহতরা ইরানপন্থী। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।’

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া বিমান হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষায় কাজ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় হামলা। এর আগে ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত