অনলাইন ডেস্ক
মিডিয়া মোগল খ্যাত হিসেবে রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম এলেনা ঝুকোভা। ৬৭ বছর বয়সী এই রুশ নারী পেশায় অণুজীববিজ্ঞানী। গতকাল রোববার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ার এলাকায় রুপার্ট মারডকের খামারবাড়িতে এই বিয়ের অনুষ্ঠান হয়। এর আগে মাস তিনেক আগে এই দুজন তাঁদের বাগদানের কথা ঘোষণা দিয়েছিলেন। মারডকের মালিকানাধীন দ্য সান ট্যাবলয়েড পত্রিকাটি তাঁদের বিয়ের ছবি প্রকাশ করেছে।
দ্য সানের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুপার্ট মারডক বিয়ের অনুষ্ঠানে একটি কালো স্যুট এবং হলুদ টাই পরে বর সেজেছেন এবং কনে এলেনা ঝুকোভা সাদা গাউন পরিধান করেছেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ইউএস ফুটবল দলের মালিক রবার্ট ক্রাফট এবং মারডকের গড়া প্রতিষ্ঠান নিউজ কর্পের প্রধান নির্বাহী রবার্ট থমসন।
এর আগে, মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে মারডকের চতুর্থ বিবাহ ২০২২ সালে বিচ্ছেদ হয়। গণমাধ্যম ব্যবসার বিলিয়নিয়ার রুপার্ট মারডক আগে চীনা বংশোদ্ভূত টেলিভিশন ব্যক্তিত্ব ওয়েন্ডি ডেং, স্কটিশ-অস্ট্রেলীয় সাংবাদিক আনা টরভ এবং অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন।
রুপার্ট মারডক ১৯৫০—এর দশকে উত্তরাধিকারসূত্রে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দ্য নিউজ পত্রিকার মালিক হন। এরপর তিনি বিশ্বজুড়ে তাঁর গণমাধ্যম সাম্রাজ্য তৈরি করেন। তাঁর প্রতিষ্ঠিত গণমাধ্যম মালিক কনগ্লোমারেটের নাম নিউজ কর্প মিডিয়া হোল্ডি। আলোচিত সম্প্রচারমাধ্যম ফক্সও তাঁর প্রতিষ্ঠিত। তবে সর্বশেষ গত বছরের নভেম্বরে তিনি আকস্মিকভাবে তাঁর গড়া সব প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। এর ফলে ফক্স নিউজ, দ্য টাইমস অব লন্ডন এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো প্রখ্যাত সংবাদমাধ্যমগুলোর নিয়ন্ত্রক এখন তাঁর ছেলে লাচলানের হাতে।
মিডিয়া মোগল খ্যাত হিসেবে রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম এলেনা ঝুকোভা। ৬৭ বছর বয়সী এই রুশ নারী পেশায় অণুজীববিজ্ঞানী। গতকাল রোববার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ার এলাকায় রুপার্ট মারডকের খামারবাড়িতে এই বিয়ের অনুষ্ঠান হয়। এর আগে মাস তিনেক আগে এই দুজন তাঁদের বাগদানের কথা ঘোষণা দিয়েছিলেন। মারডকের মালিকানাধীন দ্য সান ট্যাবলয়েড পত্রিকাটি তাঁদের বিয়ের ছবি প্রকাশ করেছে।
দ্য সানের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুপার্ট মারডক বিয়ের অনুষ্ঠানে একটি কালো স্যুট এবং হলুদ টাই পরে বর সেজেছেন এবং কনে এলেনা ঝুকোভা সাদা গাউন পরিধান করেছেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ইউএস ফুটবল দলের মালিক রবার্ট ক্রাফট এবং মারডকের গড়া প্রতিষ্ঠান নিউজ কর্পের প্রধান নির্বাহী রবার্ট থমসন।
এর আগে, মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে মারডকের চতুর্থ বিবাহ ২০২২ সালে বিচ্ছেদ হয়। গণমাধ্যম ব্যবসার বিলিয়নিয়ার রুপার্ট মারডক আগে চীনা বংশোদ্ভূত টেলিভিশন ব্যক্তিত্ব ওয়েন্ডি ডেং, স্কটিশ-অস্ট্রেলীয় সাংবাদিক আনা টরভ এবং অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন।
রুপার্ট মারডক ১৯৫০—এর দশকে উত্তরাধিকারসূত্রে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দ্য নিউজ পত্রিকার মালিক হন। এরপর তিনি বিশ্বজুড়ে তাঁর গণমাধ্যম সাম্রাজ্য তৈরি করেন। তাঁর প্রতিষ্ঠিত গণমাধ্যম মালিক কনগ্লোমারেটের নাম নিউজ কর্প মিডিয়া হোল্ডি। আলোচিত সম্প্রচারমাধ্যম ফক্সও তাঁর প্রতিষ্ঠিত। তবে সর্বশেষ গত বছরের নভেম্বরে তিনি আকস্মিকভাবে তাঁর গড়া সব প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। এর ফলে ফক্স নিউজ, দ্য টাইমস অব লন্ডন এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো প্রখ্যাত সংবাদমাধ্যমগুলোর নিয়ন্ত্রক এখন তাঁর ছেলে লাচলানের হাতে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৩৮ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেটিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। , , যোগাযোগমাধ্যম, সুপ্রিম কোর্ট, আদা
১২ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে। আজ শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে