অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় ১০ কোটি ডলার অনুদান প্রত্যাহার করেছেন এক দাতা। মার্কিন কংগ্রেসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির ‘বিতর্কিত’ বক্তব্যর কারণে এই দান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ওই দাতা। খবর বিবিসির।
স্টোন রিজ অ্যাসেটচ ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও দাতা রস স্টিভেনস বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এলিজাবেথ ম্যাগিল ইহুদিদের গণহত্যার জন্য আহ্বানকারী ছাত্রদের শাস্তির বিষয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন। বিষয়টি তাঁর কাছে ভীতিকর ও জঘন্য লেগেছে।
পেনসিলভানিয়া ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ঠেকাতে মিসেস ম্যাগিলের ‘উদাসীনতা’ নিয়ে গত মঙ্গলবার রাজনীতিকেরা তাঁর নিন্দা ও সমালোচনা করেছেন। এরপর থেকেই তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরও তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের হোয়ার্টন উপদেষ্টা বোর্ডে ম্যাগিলকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাঁকে ‘অবিলম্বে" পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ এবং ইহুদি বিদ্বেষের ঘটনা দেখা গেছে।
মিসেস ম্যাগিল হার্ভার্ডের সভাপতি ক্লাউডিন গে এমআইটি স্যালি কর্নব্লুথের সঙ্গে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে উপস্থিত হন।
তাঁদের রিপাবলিকান নিউইয়র্ক কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক জিজ্ঞাসা করেন, ‘ইহুদিদের গণহত্যার জন্য আহ্বান করা কি (আপনাদের বিশ্ববিদ্যালয়ের) আচরণবিধি লঙ্ঘন করে বা গুন্ডামি ও হয়রানি সংক্রান্ত নিয়ম? হ্যাঁ বা না?’
মিসেস ম্যাগিল এবং তাঁর এমআইটি-হার্ভার্ডের সহযোগীরা হ্যাঁ বা না উত্তর না দিয়ে বলেন, ‘এটি ‘প্রসঙ্গের’ ওপর নির্ভর করে।’ হোয়াইট হাউস এই মন্তব্যের নিন্দা করার সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ পদমর্যাদার ইহুদি ও সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফ গতকাল বৃহস্পতিবার জাতীয় মেনোরার আলোকসজ্জা উপলক্ষে একটি অনুষ্ঠানে বলেন, ‘নৈতিক স্বচ্ছতার অভাব অগ্রহণযোগ্য।’
অনুদান প্রত্যাহার সম্পর্কে স্টিভেনস বলেছেন, ‘পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১০ কোটি ডলারের স্টোন রিজ শেয়ার প্রত্যাহারের পেছনে আমার কাছে স্পষ্ট কারণ রয়েছে। আর তা বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ম্যাগিলের আচরণ।’
স্টোন রিজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিইও পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয়কে বলেছেন, ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার আহ্বানকারীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ‘উহ্য অনুমতি’ স্টোন রিজের নীতি বা নিয়মের লঙ্ঘন।
পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং অভিজাত আইভি লীগের সদস্য। অন্যদিকে হোয়ার্টনের সদস্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা এবং স্পেসএক্সের মালিক বিলিয়নিয়ার ইলন মাস্কসহ অনেক শক্তিশালী ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের মালিক।
২০১৭ সালে একটি ফাইন্যান্স ইনোভেশন সেন্টার তৈরিতে সহায়তার জন্য স্টোন রিজের স্টিভেনস সীমিত অংশীদারিত্ব ইউনিটের আকারে অনুদানটি দিয়েছিলেন।
বর্তমানে ম্যাগিল স্বপদে বহাল থাকতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজের মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও দিয়েছেন। ওই ভিডিওতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচলিত নিয়মকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং মেনে চলেছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধান সম্মত। সংবিধান অনুযায়ী, শুধুমাত্র বক্তব্যর জন্য কাউকে কোনো শাস্তি দেওয়া যেতে পারে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় ১০ কোটি ডলার অনুদান প্রত্যাহার করেছেন এক দাতা। মার্কিন কংগ্রেসে বিশ্ববিদ্যালয়ের সভাপতির ‘বিতর্কিত’ বক্তব্যর কারণে এই দান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ওই দাতা। খবর বিবিসির।
স্টোন রিজ অ্যাসেটচ ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও দাতা রস স্টিভেনস বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এলিজাবেথ ম্যাগিল ইহুদিদের গণহত্যার জন্য আহ্বানকারী ছাত্রদের শাস্তির বিষয়ে করা প্রশ্ন এড়িয়ে গেছেন। বিষয়টি তাঁর কাছে ভীতিকর ও জঘন্য লেগেছে।
পেনসিলভানিয়া ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ঠেকাতে মিসেস ম্যাগিলের ‘উদাসীনতা’ নিয়ে গত মঙ্গলবার রাজনীতিকেরা তাঁর নিন্দা ও সমালোচনা করেছেন। এরপর থেকেই তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরও তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের হোয়ার্টন উপদেষ্টা বোর্ডে ম্যাগিলকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাঁকে ‘অবিলম্বে" পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ এবং ইহুদি বিদ্বেষের ঘটনা দেখা গেছে।
মিসেস ম্যাগিল হার্ভার্ডের সভাপতি ক্লাউডিন গে এমআইটি স্যালি কর্নব্লুথের সঙ্গে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে উপস্থিত হন।
তাঁদের রিপাবলিকান নিউইয়র্ক কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক জিজ্ঞাসা করেন, ‘ইহুদিদের গণহত্যার জন্য আহ্বান করা কি (আপনাদের বিশ্ববিদ্যালয়ের) আচরণবিধি লঙ্ঘন করে বা গুন্ডামি ও হয়রানি সংক্রান্ত নিয়ম? হ্যাঁ বা না?’
মিসেস ম্যাগিল এবং তাঁর এমআইটি-হার্ভার্ডের সহযোগীরা হ্যাঁ বা না উত্তর না দিয়ে বলেন, ‘এটি ‘প্রসঙ্গের’ ওপর নির্ভর করে।’ হোয়াইট হাউস এই মন্তব্যের নিন্দা করার সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ পদমর্যাদার ইহুদি ও সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফ গতকাল বৃহস্পতিবার জাতীয় মেনোরার আলোকসজ্জা উপলক্ষে একটি অনুষ্ঠানে বলেন, ‘নৈতিক স্বচ্ছতার অভাব অগ্রহণযোগ্য।’
অনুদান প্রত্যাহার সম্পর্কে স্টিভেনস বলেছেন, ‘পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১০ কোটি ডলারের স্টোন রিজ শেয়ার প্রত্যাহারের পেছনে আমার কাছে স্পষ্ট কারণ রয়েছে। আর তা বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ম্যাগিলের আচরণ।’
স্টোন রিজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিইও পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয়কে বলেছেন, ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার আহ্বানকারীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ‘উহ্য অনুমতি’ স্টোন রিজের নীতি বা নিয়মের লঙ্ঘন।
পেনসিলভিনিয়া বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং অভিজাত আইভি লীগের সদস্য। অন্যদিকে হোয়ার্টনের সদস্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলা এবং স্পেসএক্সের মালিক বিলিয়নিয়ার ইলন মাস্কসহ অনেক শক্তিশালী ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের মালিক।
২০১৭ সালে একটি ফাইন্যান্স ইনোভেশন সেন্টার তৈরিতে সহায়তার জন্য স্টোন রিজের স্টিভেনস সীমিত অংশীদারিত্ব ইউনিটের আকারে অনুদানটি দিয়েছিলেন।
বর্তমানে ম্যাগিল স্বপদে বহাল থাকতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজের মন্তব্যর জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও দিয়েছেন। ওই ভিডিওতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রচলিত নিয়মকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং মেনে চলেছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধান সম্মত। সংবিধান অনুযায়ী, শুধুমাত্র বক্তব্যর জন্য কাউকে কোনো শাস্তি দেওয়া যেতে পারে না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
৩৫ মিনিট আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
২ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৩ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৪ ঘণ্টা আগে