অনলাইন ডেস্ক
ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:
ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলন মাস্কের ৪ বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজোলিউট ডেস্কে মোছার পর।
মাস্কের ছোট সন্তান, যার পুরো নাম এক্স এ-১২, তাঁর বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর সেশনে। সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায়, বকবক করে এবং একপর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মোছে।
ট্রাম্পের জীবাণুভীতি সর্বজনবিদিত। এই ঘটনার পর, ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রকাশ করেন যে, রেজোলিউট ডেস্কটি সাময়িকভাবে সি অ্যান্ড ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।
এই সি অ্যান্ড ও ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি। ট্রাম্প লিখেছেন, ‘এই সি অ্যান্ড ও ডেস্কটি সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন। এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে। রেজোলিউট ডেস্কটি সংস্কার করা হচ্ছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান ডেস্কটি সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন!’
সি অ্যান্ড ও—মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ের সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে ১৯৭৫ সালে ওভাল অফিস স্টাডিতে ব্যবহৃত হয়। পরে ১৯৮৭ সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে।
রেজোলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক, যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজোলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং ১৮৮০ সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসকে উপহার দিয়েছিলেন।
আরও খবর পড়ুন:
নয় বছর বয়সী মেয়ের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলায় বাবা-মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ম্যাক্সি অ্যালেন ও রোজালিন্ড লেভাইন নামের ওই দম্পতিকে লন্ডনের উত্তরে হার্টফোর্ডশায়ারের ৬ পুলিশ কর্মকর্তা তাদের ৩ বছর বয়সী ছোট মেয়ের সামনে থেকে ধরে নিয়ে যায় এবং আট ঘণ্টা ধরে একটি সেলে আটকে
৪ ঘণ্টা আগেগত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের সময় ব্যাংককের উঁচু ভবনগুলো বিপজ্জনকভাবে দুলতে দেখা গেছে, এমনকি ছাদের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়তে দেখা গেছে। তবে চাটুহাক জেলার অডিটর–জেনারেলের অফিসের নির্মাণাধীন সদর দপ্তরটিই একমাত্র বহুতল ভবন যা ধসে পড়েছে। প্রশ্ন উঠেছে, কেন শুধু এই ভবনটিই ধসে পড়ল? বাকিগুলো কেন অক্ষত?
৭ ঘণ্টা আগেব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
৭ ঘণ্টা আগেঅবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার ঈদু ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগে