অনলাইন ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার নয়জন ফিলিস্তিনি নারী তাঁদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও নথিভুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ উপলক্ষে ‘আইস অন হেরিটেজ ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তাঁরা।
আইস অন হেরিটেজ টিমের সদস্যরা বলছেন, ২০১৭ সালেই তাঁদের দুর্লভ বই ও পাণ্ডুলিপি সংগ্রহের এই অভিযান শুরু হয়। তাঁদের লক্ষ্য, সর্বাধুনিক পদ্ধতিতে গাজার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করা এবং বিশ্বের সামনে তা ডিজিটাল পদ্ধতিতে তুলে ধরা।
কিছু পাণ্ডুলিপি কয়েক শ বছরের পুরোনো। ব্রিটিশ মিউজিয়ামের সহায়তায় তাঁরা এসব অমূল্য রত্ন সংগ্রহ ও পুনরুদ্ধার করছেন, যা দক্ষিণ ফিলিস্তিনের সমৃদ্ধ ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিকের ওপর আলো ফেলে।
গাজায় ১৬ বছরের ইসরায়েলি অবরোধের কারণে এই স্বেচ্ছাসেবী প্রকল্পটি বিভিন্ন বাধার মুখে পড়েছে। সীমান্তপথগুলো বিভিন্ন মেয়াদে বন্ধ করে দেওয়ার কারণে ঐতিহ্য পুনরুদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে। কারণ অবরোধের কারণে গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সংগ্রহ করতে তাঁরা ব্যর্থ হয়েছেন।
আইস অন হেরিটেজ কর্তৃক সংরক্ষিত এসব নথি থেকে প্রমাণিত হয়, কীভাবে ইতিহাস, ভূগোল, ধর্ম ও রাজনীতি গত কয়েক শতকে গাজাকে প্রভাবিত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হানিন আল-উমসি বলেন, ‘আমাদের টিম এসব নথির সুরক্ষা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাজার সমৃদ্ধ ঐতিহ্যের কথা পৌঁছে দিতে কাজ করছে।’
এসব নথি অ্যাসিডমুক্ত লোহার বাক্সে সংরক্ষণ করা হচ্ছে। আর্কাইভ বিশেষজ্ঞ আরিজ জেরিদ বলেছেন, গাজার প্রথম ডিজিটাল আর্কাইভ স্টুডিওতে কাজ করতে পেরে তিনি গর্বিত।
কালি ও কাগজের অ্যাসিডের মাত্রা পরীক্ষা করার জন্য সাধারণত বিশেষ মেশিন দরকার। তবে অবরুদ্ধ গাজায় মেশিন আনার ব্যবস্থা করতে না পারায় তাঁরা অ্যানালগ পদ্ধতিতে তা সম্পন্ন করেন। ইসরায়েল ও মিসর নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে এই বিশেষ মেশিনটি আসতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
প্রকল্পের সঙ্গে যুক্ত নয়জন নারীই পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হানিন আল-উমসি বলেন, ‘ছোট অফিস হলেও আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ের অনেক ঐতিহাসিক নথি, বই ও পাণ্ডুলিপি রয়েছে।’
বেশির ভাগ নথি উনিশ ও বিশ শতকের শুরুর দিকের, ওসমানীয় আমলের। আলউমসি বলেন, ‘ব্রিটিশ আমলে লুটপাট এবং ইসরায়েলি দখলদারির কারণে সেই সময়ের অনেক নথি হারিয়ে গেছে।’
আইস অন হেরিটেজের এসব দৃঢ় প্রত্যয়ী নারী একটি বড় পরিসরের জায়গা খুঁজছেন, ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পাশাপাশি যেখানে তাঁদের এসব সংগ্রহ অ্যানালগ পদ্ধতিতেও সংরক্ষণ করতে পারবেন।
অবরুদ্ধ গাজা উপত্যকার নয়জন ফিলিস্তিনি নারী তাঁদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও নথিভুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ উপলক্ষে ‘আইস অন হেরিটেজ ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তাঁরা।
আইস অন হেরিটেজ টিমের সদস্যরা বলছেন, ২০১৭ সালেই তাঁদের দুর্লভ বই ও পাণ্ডুলিপি সংগ্রহের এই অভিযান শুরু হয়। তাঁদের লক্ষ্য, সর্বাধুনিক পদ্ধতিতে গাজার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করা এবং বিশ্বের সামনে তা ডিজিটাল পদ্ধতিতে তুলে ধরা।
কিছু পাণ্ডুলিপি কয়েক শ বছরের পুরোনো। ব্রিটিশ মিউজিয়ামের সহায়তায় তাঁরা এসব অমূল্য রত্ন সংগ্রহ ও পুনরুদ্ধার করছেন, যা দক্ষিণ ফিলিস্তিনের সমৃদ্ধ ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিকের ওপর আলো ফেলে।
গাজায় ১৬ বছরের ইসরায়েলি অবরোধের কারণে এই স্বেচ্ছাসেবী প্রকল্পটি বিভিন্ন বাধার মুখে পড়েছে। সীমান্তপথগুলো বিভিন্ন মেয়াদে বন্ধ করে দেওয়ার কারণে ঐতিহ্য পুনরুদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে। কারণ অবরোধের কারণে গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সংগ্রহ করতে তাঁরা ব্যর্থ হয়েছেন।
আইস অন হেরিটেজ কর্তৃক সংরক্ষিত এসব নথি থেকে প্রমাণিত হয়, কীভাবে ইতিহাস, ভূগোল, ধর্ম ও রাজনীতি গত কয়েক শতকে গাজাকে প্রভাবিত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হানিন আল-উমসি বলেন, ‘আমাদের টিম এসব নথির সুরক্ষা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে গাজার সমৃদ্ধ ঐতিহ্যের কথা পৌঁছে দিতে কাজ করছে।’
এসব নথি অ্যাসিডমুক্ত লোহার বাক্সে সংরক্ষণ করা হচ্ছে। আর্কাইভ বিশেষজ্ঞ আরিজ জেরিদ বলেছেন, গাজার প্রথম ডিজিটাল আর্কাইভ স্টুডিওতে কাজ করতে পেরে তিনি গর্বিত।
কালি ও কাগজের অ্যাসিডের মাত্রা পরীক্ষা করার জন্য সাধারণত বিশেষ মেশিন দরকার। তবে অবরুদ্ধ গাজায় মেশিন আনার ব্যবস্থা করতে না পারায় তাঁরা অ্যানালগ পদ্ধতিতে তা সম্পন্ন করেন। ইসরায়েল ও মিসর নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে এই বিশেষ মেশিনটি আসতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
প্রকল্পের সঙ্গে যুক্ত নয়জন নারীই পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হানিন আল-উমসি বলেন, ‘ছোট অফিস হলেও আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ের অনেক ঐতিহাসিক নথি, বই ও পাণ্ডুলিপি রয়েছে।’
বেশির ভাগ নথি উনিশ ও বিশ শতকের শুরুর দিকের, ওসমানীয় আমলের। আলউমসি বলেন, ‘ব্রিটিশ আমলে লুটপাট এবং ইসরায়েলি দখলদারির কারণে সেই সময়ের অনেক নথি হারিয়ে গেছে।’
আইস অন হেরিটেজের এসব দৃঢ় প্রত্যয়ী নারী একটি বড় পরিসরের জায়গা খুঁজছেন, ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পাশাপাশি যেখানে তাঁদের এসব সংগ্রহ অ্যানালগ পদ্ধতিতেও সংরক্ষণ করতে পারবেন।
৭ ধরনের গুনাহকে বিধ্বংসী আখ্যা দিয়ে তা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। (রিয়াদুস সালেহিন: ১৮০২) কাজগুলো হলো—
১৯ ঘণ্টা আগেসড়ককে মানুষের চলাচলের উপযোগী করা ইমানের পরিচায়ক। মহানবী (সা.) বলেছেন, ‘ইমানের ৭০টির বেশি শাখা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান শাখা হলো, এ কথার স্বীকৃতি দেওয়া যে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আর সবচেয়ে নিচের শাখাটি হলো, সড়কে কোনো কষ্টদায়ক বস্তু বা প্রতিবন্ধকতা থাকলে তা সরিয়ে দেওয়া।’ (
২ দিন আগেশীতকালে দিনের দৈর্ঘ্য বছরের যেকোনো সময়ের তুলনায় কম হয় এবং আবহাওয়া থাকে শীতল, যা রোজা রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী সময়। অপর দিকে শীতের রাত অনেক দীর্ঘ হয়, ফলে রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে নিয়ে শেষ প্রহরে আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এ কারণে হাদিসে শীতকালকে ইবাদতের বসন্তক
৩ দিন আগেআল্লাহ মানুষকে দুভাবে পরীক্ষা করেন। বিপদ দিয়ে এবং নিয়ামত দিয়ে। নিয়ামতের পরীক্ষা বিপদের পরীক্ষার চেয়ে কঠিন। বিপদের সময় মানুষ আল্লাহর স্মরণ করে; তার সাহায্য প্রার্থনা করে।
৪ দিন আগে