আমজাদ ইউনুস
প্রতিটি মুসলিমের জীবনে তাকওয়া এক অপরিহার্য অনুষঙ্গ। তাকওয়া পরকালীন সাফল্য ও মুক্তির চাবিকাঠি। তাকওয়া হলো মহান আল্লাহর ভয়, ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। পবিত্র কোরআন ও হাদিসের অনেক জায়গায় তাকওয়ার গুরুত্ব আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা এবং তাঁর রাসুল (সা.) মুমিনদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন।
এরশাদ হয়েছে, ‘আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরি করো তাহলে আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত।’ (সুরা নিসা: ১৩১)
আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বিদায় হাজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় কর, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। রমজান মাসের রোজা রাখ, তোমাদের ধনদৌলতের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
তাকওয়ার পার্থিব ও অপার্থিব উপকারিতা রয়েছে। তাকওয়ার ফলে আল্লাহ মানুষের কাজ সহজ করে দেন। তাকওয়া পার্থিব জগতে মানুষকে শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।’ (সুরা আরাফ: ২০১)
তাকওয়া অর্জনকারী তার তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে মুক্তি পায়। তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় এবং গ্রহণযোগ্যতা লাভ করে। পাপ মোচন হয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আহজাব: ৭০-৭১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
প্রতিটি মুসলিমের জীবনে তাকওয়া এক অপরিহার্য অনুষঙ্গ। তাকওয়া পরকালীন সাফল্য ও মুক্তির চাবিকাঠি। তাকওয়া হলো মহান আল্লাহর ভয়, ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। পবিত্র কোরআন ও হাদিসের অনেক জায়গায় তাকওয়ার গুরুত্ব আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা এবং তাঁর রাসুল (সা.) মুমিনদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন।
এরশাদ হয়েছে, ‘আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর। আর যদি কুফরি করো তাহলে আসমান ও জমিনে যা আছে সব আল্লাহরই। আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত।’ (সুরা নিসা: ১৩১)
আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বিদায় হাজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় কর, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। রমজান মাসের রোজা রাখ, তোমাদের ধনদৌলতের জাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’ (তিরমিজি)
তাকওয়ার পার্থিব ও অপার্থিব উপকারিতা রয়েছে। তাকওয়ার ফলে আল্লাহ মানুষের কাজ সহজ করে দেন। তাকওয়া পার্থিব জগতে মানুষকে শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।’ (সুরা আরাফ: ২০১)
তাকওয়া অর্জনকারী তার তাকওয়ার ফলে কষ্টের জীবন থেকে মুক্তি পায়। তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় এবং গ্রহণযোগ্যতা লাভ করে। পাপ মোচন হয়। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আহজাব: ৭০-৭১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
৬ ঘণ্টা আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১ দিন আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১ দিন আগে