ইসলাম ডেস্ক
আল্লাহ তাআলা দিনরাতের প্রতিটি মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো:
» জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন। আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭)
» রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’ (বুখারি: ১১৪৫)
» সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)
» আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪)
» সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯)
» আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)
আল্লাহ তাআলা দিনরাতের প্রতিটি মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো:
» জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন। আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭)
» রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’ (বুখারি: ১১৪৫)
» সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)
» আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪)
» সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯)
» আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১৩ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১৩ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
১৩ ঘণ্টা আগে