সড়ক নিরাপত্তায় ইসলামের নির্দেশনা

ইজাজুল হক
Thumbnail image

নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। প্রত্যেক নাগরিকেরই নিরাপদে চলাফেরা করার অধিকার রয়েছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ সব মানুষের কল্যাণে নিরাপদ সড়ক গড়ে তোলা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত। কোরআন-হাদিসে এ বিষয়ে কিছু মৌলিক নির্দেশনা এসেছে। লিখেছেন ইজাজুল হক

নিরাপদ সড়ক ইমানের দাবি
সড়ককে মানুষের চলাচলের উপযোগী করা ইমানের পরিচায়ক। মহানবী (সা.) বলেছেন, ‘ইমানের ৭০টির বেশি শাখা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান শাখা হলো, এ কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আর সবচেয়ে নিচের শাখাটি হলো, সড়কে কোনো কষ্টদায়ক বস্তু বা প্রতিবন্ধকতা থাকলে তা সরিয়ে দেওয়া।’ (বুখারি ও মুসলিম) 

সড়ক দখল করা হারাম
সাধারণ মানুষের চলার পথ দখল করা তাদের অধিকারে হস্তক্ষেপ করার শামিল। সুতরাং সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি বা অন্য কাউকে সুযোগ করে দেওয়া অন্যায় কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা নিজেরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না।’ (সুরা বাকারা: ১৮৮)

পথচারীদের সেবা করা ইবাদত
পথচারীদের যাতায়াত নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া এবং তাদের সেবা করা সওয়াবের কাজ। মহানবী (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তিকে বাহনে ওঠানো বা তার মালপত্র বহনে সহযোগিতা করাও একটি সদকা।’ (বুখারি) আরেক হাদিসে এসেছে, ‘তুমি কাউকে তার অচেনা পথ দেখিয়ে দিলে তা তোমার জন্য একটি সদকা।’ (ইবনে হিব্বান) 

সড়ক পরিষ্কার রাখার বিনিময় জান্নাত
মানুষের চলাচলের পথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বড় সওয়াবের কাজ। এর বিনিময়ে রাসুল (সা.) জান্নাতের ওয়াদা করেছেন। তিনি বলেছেন, ‘মানুষের ওপর প্রতিদিন তার শরীরের প্রতিটি গ্রন্থির জন্য সদকা দেওয়া আবশ্যক।...সড়ক থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটি সদকা।’ (মুসলিম) অন্য হাদিসে এসেছে, ‘একবার সড়কের ওপর একটি গাছের ডাল পড়ে ছিল, যা মানুষের জন্য কষ্টদায়ক ছিল, এরপর এক লোক তা সরিয়ে দিল। এর ফলে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন।’ (বুখারি) 

যান চলাচল বন্ধ করা গুনাহ
সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুনাহের কাজ। মহানবী (সা.) বলেছেন, ‘খবরদার! তোমরা সড়কে বসে পড়বে না।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, আমাদের সড়কে বসা ছাড়া গত্যন্তর নেই। কারণ আমরা সেখানে বসেই প্রয়োজনীয় কথাবার্তা সমাধা করি।’ তিনি বললেন, ‘যদি তোমাদের একান্ত বসতেই হয়, তবে সড়কের প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো।’ সাহাবিরা ফের জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, সড়কের প্রতি আমাদের কর্তব্য কী?’ তিনি বললেন, ‘দৃষ্টি সংযত করা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা।’ (বুখারি) 

সড়কে নারীর নিরাপত্তা
গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তেমনি শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধদের অধিকারও নিশ্চিত করা জরুরি। নবুওয়তের প্রথম যুগে নারী যখন নানা বৈষম্যের শিকার, তখন রাসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘আল্লাহর কসম, এই দীন (ইসলাম) অবশ্যই পূর্ণতা লাভ করবে। এমন পরিবেশ তৈরি হবে যে, সানা থেকে হাজরামাওত পর্যন্ত (ছয় দিনের দূরত্ব) ভ্রমণকারী ব্যক্তি নিরাপদে ভ্রমণ করবে। সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তার মেষপালের জন্য বাঘের ভয় থাকবে না। অথচ তোমরা তাড়াহুড়ো করছ।’ (বুখারি, হাদিস: ৬৯৪৩)

ইচ্ছাকৃত হত্যা বড় গুনাহ
সড়কে মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি। সড়ক দুর্ঘটনায় নিহতের কিছু ঘটনা স্বেচ্ছা হত্যাকাণ্ড হয়ে থাকে। এর পরিণতি ভয়াবহ। স্বেচ্ছায় হত্যা করার পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হবে জাহান্নাম। তাতে সে সব সময় থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন ও তাকে অভিশাপ দেবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি।’ 
(সুরা নিসা, আয়াত: ৯৩) 

অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডও বড় অপরাধ
সড়ক দুর্ঘটনায় নিহতের বেশির ভাগ ঘটনা চালকের অসতর্কতা কিংবা যাত্রীর ভুলে হয়ে থাকে। ভুলে কিংবা অসতর্কতাবশত হত্যাকাণ্ডের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘কোনো মুমিনকে হত্যা করা মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করে ফেললে ভিন্ন কথা। যে ব্যক্তি ভুলবশত কোনো মুমিনকে হত্যা করে, সে একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির পরিবার-পরিজনকে রক্তপণ পরিশোধ করে দেবে।...আর যে ব্যক্তি (মুক্ত করার জন্য কোনো দাস) পাবে না (তার বিধান হলো), সে একাধারে দুই মাস রোজা রাখবে।...’ (সুরা নিসা, আয়াত: ৯২)

আইনের সঠিক প্রয়োগ, জনসাধারণের সদিচ্ছা, পরিবহনশ্রমিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গড়ে উঠবে একটি সুন্দর ও নিরাপদ সড়কব্যবস্থা। মানুষ আস্থা রেখে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবে দেশের যেকোনো প্রান্তে। যেখানে থাকবে না কোনো বৈষম্য ও নৈরাজ্য; থাকবে না সংঘাত ও হানাহানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত