মাহমুদ হাসান ফাহিম, ইসলামবিষয়ক গবেষক
মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)
হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)
দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।
মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)
হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)
দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।
পূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
৯ ঘণ্টা আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
১ দিন আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
২ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৩ দিন আগে