ইসলাম ডেস্ক
ধরা যাক, একজন রোজাদার উড়োজাহাজে ওঠার আগে সূর্য অস্ত গেল অর্থাৎ তাঁর ইফতারের সময় হয়ে গেল। তিনি রোজা ভাঙলেন। ইফতার করার পর তাঁর ফ্লাইট আকাশে উড়ল। কিছু দূর যাওয়ার পর তিনি সূর্য দেখতে পেলেন—এখন তাঁর করণীয় কী? তিনি কি খাওয়া-দাওয়া চালিয়ে যাবেন, নাকি রোজাদার হিসেবে বিরত থাকবেন?
এই প্রশ্নের জবাবে আলিমগণ বলেছেন, সূর্য ডোবার পর যে ব্যক্তি ইফতার করলেন, এরপর উড়োজাহাজে চড়ে সূর্য দেখতে পেলে, তিনি খাওয়া-দাওয়া করতে পারবেন। তাঁর রোজা এরই মধ্যে সম্পন্ন হয়েছে ধরা হবে।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে ও সূর্য ডুবে যাবে, তখন সাওম পালনকারী ইফতার করবে।’ (বুখারি: ১৯৫৪; মুসলিম: ১১০০)
সুতরাং যে ব্যক্তি শরিয়তের নির্দেশনা মোতাবেক একবার ইফতার করে ফেলেছেন, তাঁর রোজা পূর্ণ হয়ে গেছে। এরপর খাওয়া-দাওয়া করতে তাঁর জন্য কোনো বিধিনিষেধ নেই।
সূত্র: আল-মাউসুআতুল মুয়াসসারাহ ফি ফিকহিল কাজায়াল মুআসারাহ
ধরা যাক, একজন রোজাদার উড়োজাহাজে ওঠার আগে সূর্য অস্ত গেল অর্থাৎ তাঁর ইফতারের সময় হয়ে গেল। তিনি রোজা ভাঙলেন। ইফতার করার পর তাঁর ফ্লাইট আকাশে উড়ল। কিছু দূর যাওয়ার পর তিনি সূর্য দেখতে পেলেন—এখন তাঁর করণীয় কী? তিনি কি খাওয়া-দাওয়া চালিয়ে যাবেন, নাকি রোজাদার হিসেবে বিরত থাকবেন?
এই প্রশ্নের জবাবে আলিমগণ বলেছেন, সূর্য ডোবার পর যে ব্যক্তি ইফতার করলেন, এরপর উড়োজাহাজে চড়ে সূর্য দেখতে পেলে, তিনি খাওয়া-দাওয়া করতে পারবেন। তাঁর রোজা এরই মধ্যে সম্পন্ন হয়েছে ধরা হবে।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে ও সূর্য ডুবে যাবে, তখন সাওম পালনকারী ইফতার করবে।’ (বুখারি: ১৯৫৪; মুসলিম: ১১০০)
সুতরাং যে ব্যক্তি শরিয়তের নির্দেশনা মোতাবেক একবার ইফতার করে ফেলেছেন, তাঁর রোজা পূর্ণ হয়ে গেছে। এরপর খাওয়া-দাওয়া করতে তাঁর জন্য কোনো বিধিনিষেধ নেই।
সূত্র: আল-মাউসুআতুল মুয়াসসারাহ ফি ফিকহিল কাজায়াল মুআসারাহ
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১৫ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
১৬ ঘণ্টা আগে