মুফতি আবু দারদা
মহান আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে সবার আগে রয়েছে রহমান ও রহিম তথা পরম দয়ালু ও অনন্ত মেহেরবান। সৃষ্টির প্রতি তাঁর দয়াই সবচেয়ে বেশি। মহানবী (সা.) বলেন, ‘মহান আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করে ফেললেন, তখন আরশের ওপর একটি বাক্য লিখে রাখলেন—শাস্তির ওপর আমার রহমত ও দয়া প্রাধান্য লাভ করেছে।’ (বুখারি)
বিশ্বজগতে যত দয়া রয়েছে, তার কেবল শতকরা এক ভাগই সৃষ্টিজগৎকে দান করা হয়েছে, বাকি ৯৯ ভাগই মহান আল্লাহ নিজের রহমতের ভান্ডারে সংরক্ষণ করেছেন। তাই বান্দা যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহর দরবারে একটু বিনীত হলেই তিনি তাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে তিনি বারবার তাঁর বান্দাদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং তাঁর অনন্ত রহমতের চাদরে ঢেকে নেওয়ার ওয়াদা করেছেন। পরম মমতায় বলেছেন, ‘হে আমার ওই সব বান্দা, যারা কুফর-শিরক করে নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। তিনিই একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা জুমার: ৫)
রমজানে রহমতের ধারা
রমজান বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসে আল্লাহর রহমতের ঝরনাধারা বয়ে যায়। গুনাহের জীবন ছেড়ে আনুগত্যের পবিত্র জীবন শুরু করতে চাইলে রমজানের এই রহমতের ধারায় অবগাহন করার বিকল্প নেই। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কাছে রমজান হাজির হয়েছে। রমজান এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা পালন করা ফরজ করেছেন। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শিকলবন্দী করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত।’ (নাসায়ি: ২১০৬)
তওবা ও ক্ষমার অফুরান সুযোগ নিয়ে আসে রমজান। দিনের সিয়াম সাধনা এবং রাত জেগে নামাজ আদায় এই মাসের প্রধান ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসের রোজা রাখে (এবং রাতে) দণ্ডায়মান হয় (সালাত আদায় করে), তার আগের গুনাহসমূহ মাফ করা হয়।’ (বুখারি: ৩৮)
রোজাদার আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তাঁর যেকোনো দোয়া আল্লাহ কবুল করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। মজলুমের দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া।’ (বায়হাকি: ৬৩৯২)
তাকওয়া অর্জনের মৌসুম
রোজা তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহর ভয়চর্চা করার জন্যই এ মাসটি দিয়েছেন তিনি। রোজাদার ব্যক্তি দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত যেসব ধরনের পানাহার ও যৌনাকাঙ্ক্ষা থেকে বিরত থাকে, তা কেন? একমাত্র আল্লাহর ভয় ও তাঁর আদেশ পালনার্থেই। পরকালে তাঁর সন্তুষ্টি লাভের মানসেই রোজাদার এক মাসের সংযমচর্চায় ব্রতী হয়। এটিই রোজাদারের জীবনে রমজানের শ্রেষ্ঠ অর্জন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল; যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’
(সুরা বাকারা: ১৮৪)
পরকালীন মুক্তির সোপান
রোজা কিয়ামতের দিন রোজাদারের পক্ষে সুপারিশ করবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন রোজা ও কোরআন সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে আমার রব, আমি তাকে দিনে খানাপিনা ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।’ কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতে ঘুমাতে দিইনি। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।’ রোজা ও কোরআন উভয়ের সুপারিশ কবুল করা হবে। (মুসনাদে আহমাদ: ৬৬২৬)
এভাবেই রোজার কারণে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন মহান আল্লাহ তাআলা। তাই রোজাকে বলা হয় মুমিনের পরকালীন মুক্তির সোপান। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর পথে এক দিনও রোজা পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে নেন।’ (বুখারি: ২৮৪০)
যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসের রোজা রাখে (এবং রাতে) দণ্ডায়মান হয় (সালাত আদায় করে), তার আগের গুনাহসমূহ মাফ করা হয়। (বুখারি: ৩৮)
রোজাদারের প্রতি আল্লাহর সন্তুষ্টি
রোজাদারদের প্রতি আল্লাহ এতই সন্তুষ্ট হন যে, কিয়ামতের দিন তিনি তাদের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন রোজাদারগণই শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। তারা ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজাদারেরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ শেষ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে।...’ (বুখারি: ১৭৯৭)
শুধু কি তা-ই, রোজাদারকে আল্লাহ তাআলা নিজেই পুরস্কৃত করবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ভাষ্যে এসেছে, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই—রোজা ছাড়া। এটা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত।’ (বুখারি: ৫৯২৭) অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানবসন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কারণ রোজা শুধু আমার জন্যই, আমিই এর প্রতিদান দেব।’ (মুসলিম: ১৫৫১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
মহান আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে সবার আগে রয়েছে রহমান ও রহিম তথা পরম দয়ালু ও অনন্ত মেহেরবান। সৃষ্টির প্রতি তাঁর দয়াই সবচেয়ে বেশি। মহানবী (সা.) বলেন, ‘মহান আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করে ফেললেন, তখন আরশের ওপর একটি বাক্য লিখে রাখলেন—শাস্তির ওপর আমার রহমত ও দয়া প্রাধান্য লাভ করেছে।’ (বুখারি)
বিশ্বজগতে যত দয়া রয়েছে, তার কেবল শতকরা এক ভাগই সৃষ্টিজগৎকে দান করা হয়েছে, বাকি ৯৯ ভাগই মহান আল্লাহ নিজের রহমতের ভান্ডারে সংরক্ষণ করেছেন। তাই বান্দা যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহর দরবারে একটু বিনীত হলেই তিনি তাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে তিনি বারবার তাঁর বান্দাদের সুপথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং তাঁর অনন্ত রহমতের চাদরে ঢেকে নেওয়ার ওয়াদা করেছেন। পরম মমতায় বলেছেন, ‘হে আমার ওই সব বান্দা, যারা কুফর-শিরক করে নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। তিনিই একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা জুমার: ৫)
রমজানে রহমতের ধারা
রমজান বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসে আল্লাহর রহমতের ঝরনাধারা বয়ে যায়। গুনাহের জীবন ছেড়ে আনুগত্যের পবিত্র জীবন শুরু করতে চাইলে রমজানের এই রহমতের ধারায় অবগাহন করার বিকল্প নেই। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কাছে রমজান হাজির হয়েছে। রমজান এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা পালন করা ফরজ করেছেন। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শিকলবন্দী করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত।’ (নাসায়ি: ২১০৬)
তওবা ও ক্ষমার অফুরান সুযোগ নিয়ে আসে রমজান। দিনের সিয়াম সাধনা এবং রাত জেগে নামাজ আদায় এই মাসের প্রধান ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসের রোজা রাখে (এবং রাতে) দণ্ডায়মান হয় (সালাত আদায় করে), তার আগের গুনাহসমূহ মাফ করা হয়।’ (বুখারি: ৩৮)
রোজাদার আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তাঁর যেকোনো দোয়া আল্লাহ কবুল করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। মজলুমের দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া।’ (বায়হাকি: ৬৩৯২)
তাকওয়া অর্জনের মৌসুম
রোজা তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহর ভয়চর্চা করার জন্যই এ মাসটি দিয়েছেন তিনি। রোজাদার ব্যক্তি দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত যেসব ধরনের পানাহার ও যৌনাকাঙ্ক্ষা থেকে বিরত থাকে, তা কেন? একমাত্র আল্লাহর ভয় ও তাঁর আদেশ পালনার্থেই। পরকালে তাঁর সন্তুষ্টি লাভের মানসেই রোজাদার এক মাসের সংযমচর্চায় ব্রতী হয়। এটিই রোজাদারের জীবনে রমজানের শ্রেষ্ঠ অর্জন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল; যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’
(সুরা বাকারা: ১৮৪)
পরকালীন মুক্তির সোপান
রোজা কিয়ামতের দিন রোজাদারের পক্ষে সুপারিশ করবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন রোজা ও কোরআন সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে আমার রব, আমি তাকে দিনে খানাপিনা ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।’ কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতে ঘুমাতে দিইনি। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।’ রোজা ও কোরআন উভয়ের সুপারিশ কবুল করা হবে। (মুসনাদে আহমাদ: ৬৬২৬)
এভাবেই রোজার কারণে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন মহান আল্লাহ তাআলা। তাই রোজাকে বলা হয় মুমিনের পরকালীন মুক্তির সোপান। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর পথে এক দিনও রোজা পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে সরিয়ে নেন।’ (বুখারি: ২৮৪০)
যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসের রোজা রাখে (এবং রাতে) দণ্ডায়মান হয় (সালাত আদায় করে), তার আগের গুনাহসমূহ মাফ করা হয়। (বুখারি: ৩৮)
রোজাদারের প্রতি আল্লাহর সন্তুষ্টি
রোজাদারদের প্রতি আল্লাহ এতই সন্তুষ্ট হন যে, কিয়ামতের দিন তিনি তাদের বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন রোজাদারগণই শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। তারা ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজাদারেরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ শেষ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে।...’ (বুখারি: ১৭৯৭)
শুধু কি তা-ই, রোজাদারকে আল্লাহ তাআলা নিজেই পুরস্কৃত করবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ভাষ্যে এসেছে, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই—রোজা ছাড়া। এটা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। আর রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চেয়ে বেশি সুগন্ধযুক্ত।’ (বুখারি: ৫৯২৭) অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানবসন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কারণ রোজা শুধু আমার জন্যই, আমিই এর প্রতিদান দেব।’ (মুসলিম: ১৫৫১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)
৭ ঘণ্টা আগেভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
১ দিন আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২ দিন আগে