মুফতি আবু আবদুল্লাহ আহমদ
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)
১৩ ঘণ্টা আগেভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
২ দিন আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২ দিন আগে