আলী ওসমান শাফায়েত
মৃত্যু এক অমোঘ সত্য। তাই মৃত্যু আসার আগেই মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে পরকালকে সমৃদ্ধ করাই পার্থিব জীবনের বড় সার্থকতা। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) আমার কাঁধ ধরে বললেন, ‘দুনিয়ার জীবন এভাবে কাটাও, যেন তুমি একজন মুসাফির বা পথিক।’ (বুখারি: ৬৪১৬; তিরমিজি: ২৩৩৩)
অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সাতটি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে দ্রুত অগ্রসর হও। এক. তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা ইসলাম থেকে অমনোযোগী করে দেয়? দুই. অথবা এমন প্রাচুর্যের, যা ধর্মদ্রোহী বানায়; তিন. অথবা এমন রোগ-ব্যাধির, যা (দৈহিক সামর্থ্যকে) তছনছ করে দেয়; চার. অথবা এমন বৃদ্ধাবস্থার, যা জ্ঞানবুদ্ধি লোপ করে দেয়; পাঁচ. অথবা এমন মৃত্যুর, যা অলক্ষেই উপস্থিত হয়; ছয়. বা দাজ্জালের, যা অপেক্ষমাণ নিকৃষ্ট অনুপস্থিত বস্তু; সাত. বা কিয়ামতের, যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্ত।’ (তিরমিজি: ২৩০৬)
দুনিয়ার জীবনে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে মহানবী (সা.) মৃত্যুর স্মরণ করতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা (দুনিয়ার) স্বাদ-আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।’ (তিরমিজি: ২৩০৬)
তবে মৃত্যুর কথা স্মরণ করার অর্থ কোনোভাবেই মৃত্যু কামনা করা বা আত্মহত্যা করা নয়। কারণ এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা (বেঁচে থাকলে) সে পুণ্যবান হলে সে পুণ্য বৃদ্ধি করবে। আর পাপী হলে (পাপ থেকে) তওবা করতে পারবে।’ (বুখারি: ৩৯)
আলী ওসমান শাফায়েত, শিক্ষক ও গবেষক
মৃত্যু এক অমোঘ সত্য। তাই মৃত্যু আসার আগেই মৃত্যুর পরের অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে পরকালকে সমৃদ্ধ করাই পার্থিব জীবনের বড় সার্থকতা। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) আমার কাঁধ ধরে বললেন, ‘দুনিয়ার জীবন এভাবে কাটাও, যেন তুমি একজন মুসাফির বা পথিক।’ (বুখারি: ৬৪১৬; তিরমিজি: ২৩৩৩)
অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সাতটি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে দ্রুত অগ্রসর হও। এক. তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্র্যের, যা ইসলাম থেকে অমনোযোগী করে দেয়? দুই. অথবা এমন প্রাচুর্যের, যা ধর্মদ্রোহী বানায়; তিন. অথবা এমন রোগ-ব্যাধির, যা (দৈহিক সামর্থ্যকে) তছনছ করে দেয়; চার. অথবা এমন বৃদ্ধাবস্থার, যা জ্ঞানবুদ্ধি লোপ করে দেয়; পাঁচ. অথবা এমন মৃত্যুর, যা অলক্ষেই উপস্থিত হয়; ছয়. বা দাজ্জালের, যা অপেক্ষমাণ নিকৃষ্ট অনুপস্থিত বস্তু; সাত. বা কিয়ামতের, যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্ত।’ (তিরমিজি: ২৩০৬)
দুনিয়ার জীবনে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে মহানবী (সা.) মৃত্যুর স্মরণ করতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা (দুনিয়ার) স্বাদ-আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।’ (তিরমিজি: ২৩০৬)
তবে মৃত্যুর কথা স্মরণ করার অর্থ কোনোভাবেই মৃত্যু কামনা করা বা আত্মহত্যা করা নয়। কারণ এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা (বেঁচে থাকলে) সে পুণ্যবান হলে সে পুণ্য বৃদ্ধি করবে। আর পাপী হলে (পাপ থেকে) তওবা করতে পারবে।’ (বুখারি: ৩৯)
আলী ওসমান শাফায়েত, শিক্ষক ও গবেষক
পূর্ণ ধৈর্য ধারণ করে ইসলামের মহত্ত তুলে ধরার বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘সুসংবাদ দাও ধৈর্যশীলদের। যাদের ওপরে কোনো বিপদ এলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা ফিরে যাব।
৬ ঘণ্টা আগেদুনিয়ার সফরের শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যু এক অপ্রিয় সত্য, যা সুনিশ্চিত অনিবার্য ও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)
১ দিন আগেএকজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
২ দিন আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
৩ দিন আগে