ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, বেতন ১ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪: ০৩

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি তাদের কেবিন ক্রু পদের জন্য জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কেবিন ক্রু।

পদের সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। ‘ও’ লেভেলের জন্য গড় গ্রেড ‘ডি’সহ সর্বোচ্চ পাঁচটি বিষয় এবং গড় গ্রেড ‘ডি’সহ ‘এ’ লেভেল—সর্বোচ্চ দুটি বিষয়। জিইডি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: অনভিজ্ঞদের জন্য ২১-২৫ বছর। অভিজ্ঞদের জন্য ৩২ বছর পর্যন্ত।

উচ্চতা: পুরুষ ৫-৬ ইঞ্চি, মহিলা ৫-২ ইঞ্চি।

ওজন: উচ্চতা ওজন চার্ট অনুযায়ী হতে হবে। ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী হতে হবে (লিখিত এবং কথ্য উভয়ই)।

পরিষ্কার দৃষ্টিসম্পন্ন হতে হবে (৬/৬)। সাঁতার জানতে হবে। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শরীরের দৃশ্যমান অংশে কোনো ট্যাটু বা কাটা চিহ্ন থাকা যাবে না।

আকর্ষণীয়, গ্ল্যামারার্স এবং অধূমপায়ী হতে হবে। উত্তরায় বসবাসে আগ্রহী হতে হবে।

অভিজ্ঞ কেবিন ক্রুদের জন্য বোয়িং, ড্যাশ ৮ এবং এটিআর ফ্লিটে কেবিন ক্রু হিসেবে দুই-তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন-ভাতা, ফ্লাইং এবং আউট স্টেশন অ্যালাউন্সসহ ন্যূনতম ১০০,০০০ টাকা প্রতি মাসে প্রদান করা হবে। ফ্লাইং ডিউটির জন্য উত্তরা এলাকায় অফিশিয়াল ট্রান্সপোর্ট দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা (https://usbair.com/career/cabin-safety-and-service-department/cabin-crew) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৩

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত