মুসাররাত আবির
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে লিংকডইন বেশ জনপ্রিয়। এর মাধ্যমে চাকরির নিয়োগদাতা ও গ্রহীতা—উভয় পক্ষই উপকৃত হয়। এটি একই সঙ্গে একজন মানুষের পেশাজীবনের অনলাইন পোর্টফোলিও হিসেবে কাজ করে। তবে শুধু লিংকডইনে অ্যাকাউন্ট খুললেই হবে না, এটি ভালোভাবে উপস্থাপন করাও জরুরি।
সঠিক প্রোফাইল ছবি নির্বাচন করুন। প্রোফাইল ছবিতে প্রফেশনালিজমের ছাপ রাখা উচিত। কারণ, আপনার অ্যাকাউন্ট যার সামনে আসবে, তার চোখ সবার আগে প্রোফাইল ছবিতেই যাবে।
ছবি দেওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখবেন:
ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করুন
ব্যাকগ্রাউন্ড ছবি হলো একজন ব্যক্তির প্রোফাইলের দ্বিতীয় ভিজ্যুয়াল ইলিমেন্ট। ব্যাকগ্রাউন্ড ফটো প্রোফাইলের একদম ওপরে দেখা যায়। এ জায়গায় আপনি আসলে কী কাজ করছেন বা কেমন কাজ করতে চান; তেমন একটি ছবি ব্যবহার করতে পারেন। অনেকে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে নিজের মেইল আইডি বা ওয়েবসাইট লিংক ব্যবহার করে থাকেন।
শিরোনামে অন্য কিছু দিন
প্রোফাইল পেজের বিবরণ যে কেবল আপনার চাকরির বিবরণ দিতে হবে, এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। বরং এখানে আপনার কাজ বা অবস্থান সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারেন। আপনি কী করেন, কীভাবে করেন, ভবিষ্যতে কোন পেশায় নিজেকে দেখতে চান—এসবও লিখুন।
গল্পের মতো করে সারাংশ লিখুন
এ যুগেও অনেক মানুষ প্রোফাইলের সারাংশ অংশটা খালি রেখে দেন। অথচ এই অংশ পড়েই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়। সারাংশ লেখার ক্ষেত্রে আপনি স্টোরিটেলিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। নিজের দক্ষতা বা জব টাইটেল ব্যবহারের বদলে এমন কিছু লিখুন, যার মধ্য দিয়ে আপনি কেন আর দশটা মানুষের থেকে আলাদা বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মানে আপনার এমন কোনো গুণাবলির কথা লেখা উচিত, যার জন্য মানুষ আপনাকে তাদের দলে নেবে বা নিতে চাইবে।
বাজ ওয়ার্ড এড়িয়ে চলুন
বাজ ওয়ার্ড মূলত লিংকডইনে বহুল ব্যবহৃত কিছু শব্দ। যেমন স্পেশালাইজড, লিডারশিপ, ফোকাসড, স্ট্র্যাটেজিক, এক্সপেরিয়েন্সড, প্যাশনেট, এক্সপার্ট, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, সার্টিফায়েড—এ ধরনের শব্দগুলো কম ব্যবহার করাই ভালো। কেবল এ শব্দগুচ্ছ দেখে মানুষ আপনার দক্ষতা যাচাই করতে পারবে না। তাই নিজের পারদর্শিতার বিষয় সম্পর্কে বিস্তারিত লিখুন।
নেটওয়ার্ক বড় করুন
আপনি যেসব প্রতিষ্ঠান বা পদে কাজ করতে চান, সে বিষয় লিখে সার্চ দিলেই প্রতিষ্ঠান বা পদে কর্মরত ব্যক্তিদের আইডি চলে আসে। তাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলুন। তাদের কাজ সম্পর্কে জানতে চান এবং সেসব প্রতিষ্ঠান বা পদে কাজ পাওয়ার জন্য করণীয় পদক্ষেপগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন।
দক্ষতার তালিকা তৈরি করুন
এ তালিকায় নিজের দক্ষতাগুলো উল্লেখ থাকলে, মানুষ সহজেই বুঝতে পারবে যে আপনি কোন কাজের জন্য দক্ষ। তবে তালিকাটা যেন বেশি বড় না হয়। কম দক্ষ এমন কোনো কাজের কথা যুক্ত না করাই উচিত।
একে-অপরকে এনডোরস করুন
এনডোরসমেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রেডিবিলিটি বাড়ে। আগে যাঁরা আপনার সঙ্গে কাজ করেছেন বা এখনো করছেন, প্রোফাইল এনডোরস করার জন্য তাঁদের বলতে পারেন, আবার আপনিও এনডোরস করতে পারেন তাদের প্রোফাইল।
রেকমেন্ডেশনের জন্য আবেদন
আপনি যাদের সঙ্গে আগে কাজ করেছেন, তাদের থেকে রেকমেন্ডেশন চাইতে পারেন। রেকমেন্ডেশন দেখে সবাই বুঝতে পারবেন, আপনি আগে ওই প্রতিষ্ঠানে কেমন কাজ করেছেন।
কোর্স সার্টিফিকেট
লিংকডইনে বিভিন্ন কোর্সের সার্টিফিকেট যুক্ত করার অপশন রয়েছে। ধরা যাক, আপনার এসইও মার্কেটিং নিয়ে খুব আগ্রহ। আপনি এ বিষয়ে একটি কোর্স করে লিংকডইনে যুক্ত করতে পারেন। এ ক্ষেত্রে নিয়োগদাতা আপনার প্রোফাইল দেখার সময় বুঝতে পারবেন, আপনার এসইও মার্কেটিং স্কিলও ছিল।
লিডারশিপ ও পাবলিকেশন
পাবলিকেশন সেকশন ব্যবহার করার মাধ্যমে আপনার ফিচার কনটেন্ট লিংকডইনে পোস্ট করতে পারবেন।
দরকারি কনটেন্ট পোস্ট করুন
লিংকডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তাই মানানসই জিনিস পোস্ট করা উচিত।
মন্তব্য করুন
কারও পোস্ট ভালো লাগার ক্ষেত্রে শুধু শেয়ার না করে, সঙ্গে মন্তব্যও যুক্ত করুন। এতে তার আইডির রিচ বাড়বে। মন্তব্য করার মাধ্যমে ওই বিষয়ের ওপর আপনার মতামত সম্পর্কেও অনেকে জানতে পারবেন।
ক্রিয়েটর মোড অন করুন
ক্রিয়েটর মোড ব্যবহার করলে আপনার প্রোফাইলের রিচ ও ইনফ্লুয়েন্স বাড়বে। এ ছাড়া কতজনের কাছে আপনার পোস্ট পৌঁছাচ্ছে, দেখা যাবে সে বিষয়টিও।
লিংকডইনে সব সময় চাকরিপ্রাপ্তি বা কোনো অর্জনের পোস্টই দিতে হবে, বিষয়টি এমন নয়। পাশাপাশি জীবনমুখী শিক্ষা, বইয়ের রিভিউ, শিক্ষণীয় বা আলোচনামূলক পোস্টও দিতে পারেন। তবে তা যেন অবশ্যই প্রফেশনাল ধাঁচে হয়। ইনফরমাল আলোচনার জন্য ফেসবুক তো আছেই।
সূত্র: লিংকডইন
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে লিংকডইন বেশ জনপ্রিয়। এর মাধ্যমে চাকরির নিয়োগদাতা ও গ্রহীতা—উভয় পক্ষই উপকৃত হয়। এটি একই সঙ্গে একজন মানুষের পেশাজীবনের অনলাইন পোর্টফোলিও হিসেবে কাজ করে। তবে শুধু লিংকডইনে অ্যাকাউন্ট খুললেই হবে না, এটি ভালোভাবে উপস্থাপন করাও জরুরি।
সঠিক প্রোফাইল ছবি নির্বাচন করুন। প্রোফাইল ছবিতে প্রফেশনালিজমের ছাপ রাখা উচিত। কারণ, আপনার অ্যাকাউন্ট যার সামনে আসবে, তার চোখ সবার আগে প্রোফাইল ছবিতেই যাবে।
ছবি দেওয়ার সময় যেসব বিষয় মাথায় রাখবেন:
ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করুন
ব্যাকগ্রাউন্ড ছবি হলো একজন ব্যক্তির প্রোফাইলের দ্বিতীয় ভিজ্যুয়াল ইলিমেন্ট। ব্যাকগ্রাউন্ড ফটো প্রোফাইলের একদম ওপরে দেখা যায়। এ জায়গায় আপনি আসলে কী কাজ করছেন বা কেমন কাজ করতে চান; তেমন একটি ছবি ব্যবহার করতে পারেন। অনেকে ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে নিজের মেইল আইডি বা ওয়েবসাইট লিংক ব্যবহার করে থাকেন।
শিরোনামে অন্য কিছু দিন
প্রোফাইল পেজের বিবরণ যে কেবল আপনার চাকরির বিবরণ দিতে হবে, এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। বরং এখানে আপনার কাজ বা অবস্থান সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারেন। আপনি কী করেন, কীভাবে করেন, ভবিষ্যতে কোন পেশায় নিজেকে দেখতে চান—এসবও লিখুন।
গল্পের মতো করে সারাংশ লিখুন
এ যুগেও অনেক মানুষ প্রোফাইলের সারাংশ অংশটা খালি রেখে দেন। অথচ এই অংশ পড়েই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায়। সারাংশ লেখার ক্ষেত্রে আপনি স্টোরিটেলিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। নিজের দক্ষতা বা জব টাইটেল ব্যবহারের বদলে এমন কিছু লিখুন, যার মধ্য দিয়ে আপনি কেন আর দশটা মানুষের থেকে আলাদা বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। মানে আপনার এমন কোনো গুণাবলির কথা লেখা উচিত, যার জন্য মানুষ আপনাকে তাদের দলে নেবে বা নিতে চাইবে।
বাজ ওয়ার্ড এড়িয়ে চলুন
বাজ ওয়ার্ড মূলত লিংকডইনে বহুল ব্যবহৃত কিছু শব্দ। যেমন স্পেশালাইজড, লিডারশিপ, ফোকাসড, স্ট্র্যাটেজিক, এক্সপেরিয়েন্সড, প্যাশনেট, এক্সপার্ট, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, সার্টিফায়েড—এ ধরনের শব্দগুলো কম ব্যবহার করাই ভালো। কেবল এ শব্দগুচ্ছ দেখে মানুষ আপনার দক্ষতা যাচাই করতে পারবে না। তাই নিজের পারদর্শিতার বিষয় সম্পর্কে বিস্তারিত লিখুন।
নেটওয়ার্ক বড় করুন
আপনি যেসব প্রতিষ্ঠান বা পদে কাজ করতে চান, সে বিষয় লিখে সার্চ দিলেই প্রতিষ্ঠান বা পদে কর্মরত ব্যক্তিদের আইডি চলে আসে। তাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলুন। তাদের কাজ সম্পর্কে জানতে চান এবং সেসব প্রতিষ্ঠান বা পদে কাজ পাওয়ার জন্য করণীয় পদক্ষেপগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন।
দক্ষতার তালিকা তৈরি করুন
এ তালিকায় নিজের দক্ষতাগুলো উল্লেখ থাকলে, মানুষ সহজেই বুঝতে পারবে যে আপনি কোন কাজের জন্য দক্ষ। তবে তালিকাটা যেন বেশি বড় না হয়। কম দক্ষ এমন কোনো কাজের কথা যুক্ত না করাই উচিত।
একে-অপরকে এনডোরস করুন
এনডোরসমেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রেডিবিলিটি বাড়ে। আগে যাঁরা আপনার সঙ্গে কাজ করেছেন বা এখনো করছেন, প্রোফাইল এনডোরস করার জন্য তাঁদের বলতে পারেন, আবার আপনিও এনডোরস করতে পারেন তাদের প্রোফাইল।
রেকমেন্ডেশনের জন্য আবেদন
আপনি যাদের সঙ্গে আগে কাজ করেছেন, তাদের থেকে রেকমেন্ডেশন চাইতে পারেন। রেকমেন্ডেশন দেখে সবাই বুঝতে পারবেন, আপনি আগে ওই প্রতিষ্ঠানে কেমন কাজ করেছেন।
কোর্স সার্টিফিকেট
লিংকডইনে বিভিন্ন কোর্সের সার্টিফিকেট যুক্ত করার অপশন রয়েছে। ধরা যাক, আপনার এসইও মার্কেটিং নিয়ে খুব আগ্রহ। আপনি এ বিষয়ে একটি কোর্স করে লিংকডইনে যুক্ত করতে পারেন। এ ক্ষেত্রে নিয়োগদাতা আপনার প্রোফাইল দেখার সময় বুঝতে পারবেন, আপনার এসইও মার্কেটিং স্কিলও ছিল।
লিডারশিপ ও পাবলিকেশন
পাবলিকেশন সেকশন ব্যবহার করার মাধ্যমে আপনার ফিচার কনটেন্ট লিংকডইনে পোস্ট করতে পারবেন।
দরকারি কনটেন্ট পোস্ট করুন
লিংকডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তাই মানানসই জিনিস পোস্ট করা উচিত।
মন্তব্য করুন
কারও পোস্ট ভালো লাগার ক্ষেত্রে শুধু শেয়ার না করে, সঙ্গে মন্তব্যও যুক্ত করুন। এতে তার আইডির রিচ বাড়বে। মন্তব্য করার মাধ্যমে ওই বিষয়ের ওপর আপনার মতামত সম্পর্কেও অনেকে জানতে পারবেন।
ক্রিয়েটর মোড অন করুন
ক্রিয়েটর মোড ব্যবহার করলে আপনার প্রোফাইলের রিচ ও ইনফ্লুয়েন্স বাড়বে। এ ছাড়া কতজনের কাছে আপনার পোস্ট পৌঁছাচ্ছে, দেখা যাবে সে বিষয়টিও।
লিংকডইনে সব সময় চাকরিপ্রাপ্তি বা কোনো অর্জনের পোস্টই দিতে হবে, বিষয়টি এমন নয়। পাশাপাশি জীবনমুখী শিক্ষা, বইয়ের রিভিউ, শিক্ষণীয় বা আলোচনামূলক পোস্টও দিতে পারেন। তবে তা যেন অবশ্যই প্রফেশনাল ধাঁচে হয়। ইনফরমাল আলোচনার জন্য ফেসবুক তো আছেই।
সূত্র: লিংকডইন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিজিটাল ব্র্যান্ডিং ও মার্কেটিং অফিসার বিভাগে অফিসারের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেবাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ধরনের পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ২১ অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেবাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২টি পদের লিখিত পরীক্ষা আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পদগুলো হলো ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক। ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে