Ajker Patrika

প্রতিষ্ঠানের শীর্ষ ৩ পদে কার কী কাজ

প্রতিষ্ঠানের শীর্ষ ৩ পদে কার কী কাজ

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং প্রধান অপারেটিং অফিসার (সিওও)—একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু অনেকে এই তিনটি পদবিকে একসঙ্গে গুলিয়ে ফেলেন। একটি প্রতিষ্ঠানে সিইও, সিএফও এবং সিওও-এর কাজের পরিধি ভিন্ন ভিন্ন। তাঁরা ঠিক কোন ধরনের কাজ করে থাকেন, সংক্ষেপে তার ব্যাখ্যা করছেন এক্সিলেন্স বাংলাদেশের ব্র্যান্ড এক্সিকিউটিভ মো. খশরু আহসান।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
একটি প্রতিষ্ঠান বা কোম্পানির সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী ব্যক্তি সিইও। তিনি কোম্পানির সব কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং জবাবদিহি করেন। সিইও প্রতিষ্ঠানের প্রধান কৌশলগত উদ্যোগের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘমেয়াদি ভূমিকা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার এবং বহিরাগত স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি সম্পাদন করেন। কোম্পানির মিশন-ভিশনসহ সফলতা এবং ব্যর্থতার জন্যও তিনি দায়ী থাকেন। তিনি সব সময় কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে কোম্পানির সব বিভাগের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করেন। 

প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)
প্রধান আর্থিক কর্মকর্তাকে সংক্ষেপে সিএফও বলা হয়। এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোম্পানি বা প্রতিষ্ঠানের আর্থিক কর্মপরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। বার্ষিক আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, রেকর্ড কিপিং এবং আর্থিক প্রতিবেদনের তদারকি থেকে শুরু করে আর্থিক খাতের সব ব্যবস্থাপনার কার্যক্রম তিনি পরিচালনা করেন। সিএফও কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন। আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে কোম্পানির অন্যান্য কাজ কীভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে সিইও এবং সিওওকে আর্থিক কর্মকর্তার প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।

সিএফও আর্থিক খাতের কৌশল এবং পরিকল্পনা নিশ্চিত করেন। পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে সঠিক এবং সময়মতো আর্থিক প্রতিবেদন নিশ্চিত করেন সিএফও। আর্থিক ঝুঁকি, ঋণ বা বাজারে মুদ্রার ওঠানামা ইত্যাদি সম্পর্কে কোম্পানিকে সতর্ক করেন তিনি। এমনকি তিনি কোম্পানির মূলধনের কাঠামোও নির্ধারণ করেন।

চিফ অপারেটিং অফিসার (সিওও)
কোম্পানির দৈনন্দিন সব কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিওও। কোম্পানির অপারেশনাল পদ্ধতিগুলো দক্ষতার সঙ্গে তিনি নিশ্চিত করেন। সিওও ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের জন্য সিইওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। একই সঙ্গে তাঁকে বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়। কোম্পানির কোনো পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত ভিন্ন ভিন্ন মাধ্যম হিসেবে তাঁকে কাজ করতে হয়।

এ ছাড়া তাঁকে কোম্পানির নিজস্ব কৌশলগুলোর সঙ্গে মিল রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হয়। সিওও নিশ্চিত করেন যে, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী তাঁরা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছেন। সাপ্লাই চেইন, প্রোডাকশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন সিওও। যেসব বিভাগের ক্রস কানেকশন রয়েছে, কাজের ক্ষেত্রে সেগুলোও তাঁকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিশ্চিত করতে হয়। 

প্রধান তিন কর্মকর্তার মাঝে কিছু পার্থক্য
সিইও কৌশল এবং বাহ্যিক সম্পর্কগুলোর দিকে আলাদা গুরুত্ব দিয়ে কাজ করেন। আর্থিক ব্যবস্থাপনায় সিএফও এবং সিওও অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ পরিচালনার বিষয়ে দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা অন্য দুজন প্রধানের প্রতিবেদনের ওপর নির্ভর করে কোম্পানির সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত