Ajker Patrika

১০০ সহকারী জজ ও বাংলাদেশ ব্যাংকে ২২৫ সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০০ সহকারী জজ ও বাংলাদেশ ব্যাংকে ২২৫ সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি

সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে ফি ছাড়াই আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। 

অন্যদিকে সহকারী জজ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)। এ পদে প্রতিবারের মতো এবারও ১০০ জন নিয়োগের কথা রয়েছে। এই পদে ১৮ মে থেকে ১২ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। 

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। 

যোগ্যতাপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে এই লিংকে (https://erecruitment.bb.org.bd/openpdf.php)।

অন্যদিকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী জজ পদে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

১ জানুয়ারি বয়স ৩২ বছরের কম হতে হবে। প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা ও আইন বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। পরীক্ষার প্রাপ্ত নম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার সঙ্গে যোগ হবে না। 

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ৪০০ নম্বরের আবশ্যিক সাধারণ বিষয় (বাংলা ১০০ নম্বর, ইংরেজি ১০০, সাধারণ গণিত ৫০, দৈনন্দিন বিজ্ঞান ৫০, বাংলাদেশ বিষয়সমূহ ৫০ ও আন্তর্জাতিক বিষয় ৫০ নম্বর) এবং ৬০০ নম্বরে আইন বিষয়ে (আবশ্যিক আইন বিষয়ে ৫০০, ঐচ্ছিক আইন বিষয়ে ১০০) পরীক্ষা হবে। একজন প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। 

আগ্রহীরা এই ঠিকানা http://www.bjsc.gov.bd/ থেকে আবেদন করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত