Ajker Patrika

পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে ১৭৬ কৃষি প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে ১৭৬ কৃষি প্রকৌশলী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) প্রথমবারের মতো পিএসসির মাধ্যমে সরকারি রাজস্ব খাতে কৃষি প্রকৌশলী নিয়োগ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমবার নিয়োগ পাবেন ১৭৬ জন কৃষি প্রকৌশলী। 

গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়—কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নন-ক্যাডার ‘কৃষি প্রকৌশলী’ এর শূন্য পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, পিএসসির মাধ্যমে কৃষি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে অধিদপ্তরের যান্ত্রিকীকরণসহ প্রকৌশল সংশ্লিষ্ট প্রকল্প গুলো নতুন গতি পাবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিক, লাভজনক ও ব্যয় সাশ্রয়ী করতে সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে নতুন কৃষি প্রকৌশল উইং সৃষ্টির লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ কৃষি মন্ত্রণালয় যাচাই, বাছাই করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কৃষি প্রকৌশল উইং অনুমোদন দেওয়া হয়। 

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন ডিএইতে কৃষি প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হতো বিভিন্ন প্রকল্পের অধীনে। এবার প্রথমবারের মতো আমাদের প্রস্তাবনা অনুসারে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এতে ডিএইর কৃষি প্রযুক্তিনির্ভর কাজগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত