মো. শরীফুল ইসলাম সোহাগ
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষার চার ধাপ রয়েছে। এই চারটি ধাপে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হয়। প্রতিটি ধাপে একজন শিক্ষার্থীর ইংরেজি ভাষা দক্ষতার বিভিন্ন দিক উঠে আসে। যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, এই পরীক্ষা মূলত তাঁদের জন্য। এই পরীক্ষায় সবাই অংশ নিতে পারেন। এতে অংশ নিতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে বয়সেরও কোনো বাধ্যবাধকতা নেই।
বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী অন্যতম প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল। আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায় দুই ধরনের মডিউলে। একটি একাডেমিক, অন্যটি জেনারেল ট্রেনিং। দুই ধরনের মডিউলেই শ্রবণ (শোনা), পাঠন (পাঠ করা), লিখন ও কথন (কথা বলা) এই চারটি অংশ থাকে।
লিসেনিং
এই অংশে কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়। সিডি থেকে কথোপকথন শুনে এই অংশে প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষার্থীদের। একটি বিষয় কেবল একবারই বাজিয়ে শোনানো হয়। যেমন: Note Completion, Table Completion, Map/Diagram Completion, MCQ ইত্যাদি। মানুষের কানের শ্রবণশক্তি আছে, তাই তিনি শোনেন, এটা হলো হিয়ারিং। কিন্তু শুনে ভাষা বুঝতে পারা হলো লিসেনিং। এই অংশে চারটি পার্ট থাকে। প্রতিটি পার্টে ১০টি করে কোশ্চেন থাকে। সর্বমোট ৪০টি প্রশ্ন থাকে। লিসেনিং টেস্টের সময়সীমা ৪০ (৩০+১০) মিনিট। পরের ১০ মিনিট দেওয়া হয় কোশ্চেনের বুকলেট থেকে উত্তরগুলো স্থানান্তর করার জন্য।
স্পিকিং
এই অংশ হলো সাবলীলভাবে ইংরেজিতে কথা (কথোপকথন) বলতে পারা। মোটেই মুখস্থ বলা নয়। মজার ব্যাপার হলো, এই স্পিকিং টেস্ট হলো ইনফরমাল। এ জন্য কথা বলার সময় ফিলার্স ব্যবহার করা যাবে। এই টেস্টটি ভিন্ন আরেক দিনে হয়ে থাকে। মূল পরীক্ষার সাধারণত দু-তিন দিন আগে বা পরে। এই টেস্টের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নীতি অনুসরণ করে আসছে। সেগুলো হলো: সাবলীলতা ও প্রাসঙ্গিকতা; শব্দভান্ডার; ব্যাকরণের পরিধি ও নির্ভুলতা এবং উচ্চারণ।
কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষার চার ধাপ রয়েছে। এই চারটি ধাপে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হয়। প্রতিটি ধাপে একজন শিক্ষার্থীর ইংরেজি ভাষা দক্ষতার বিভিন্ন দিক উঠে আসে। যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, এই পরীক্ষা মূলত তাঁদের জন্য। এই পরীক্ষায় সবাই অংশ নিতে পারেন। এতে অংশ নিতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে বয়সেরও কোনো বাধ্যবাধকতা নেই।
বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী অন্যতম প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল। আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায় দুই ধরনের মডিউলে। একটি একাডেমিক, অন্যটি জেনারেল ট্রেনিং। দুই ধরনের মডিউলেই শ্রবণ (শোনা), পাঠন (পাঠ করা), লিখন ও কথন (কথা বলা) এই চারটি অংশ থাকে।
লিসেনিং
এই অংশে কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়। সিডি থেকে কথোপকথন শুনে এই অংশে প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষার্থীদের। একটি বিষয় কেবল একবারই বাজিয়ে শোনানো হয়। যেমন: Note Completion, Table Completion, Map/Diagram Completion, MCQ ইত্যাদি। মানুষের কানের শ্রবণশক্তি আছে, তাই তিনি শোনেন, এটা হলো হিয়ারিং। কিন্তু শুনে ভাষা বুঝতে পারা হলো লিসেনিং। এই অংশে চারটি পার্ট থাকে। প্রতিটি পার্টে ১০টি করে কোশ্চেন থাকে। সর্বমোট ৪০টি প্রশ্ন থাকে। লিসেনিং টেস্টের সময়সীমা ৪০ (৩০+১০) মিনিট। পরের ১০ মিনিট দেওয়া হয় কোশ্চেনের বুকলেট থেকে উত্তরগুলো স্থানান্তর করার জন্য।
স্পিকিং
এই অংশ হলো সাবলীলভাবে ইংরেজিতে কথা (কথোপকথন) বলতে পারা। মোটেই মুখস্থ বলা নয়। মজার ব্যাপার হলো, এই স্পিকিং টেস্ট হলো ইনফরমাল। এ জন্য কথা বলার সময় ফিলার্স ব্যবহার করা যাবে। এই টেস্টটি ভিন্ন আরেক দিনে হয়ে থাকে। মূল পরীক্ষার সাধারণত দু-তিন দিন আগে বা পরে। এই টেস্টের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নীতি অনুসরণ করে আসছে। সেগুলো হলো: সাবলীলতা ও প্রাসঙ্গিকতা; শব্দভান্ডার; ব্যাকরণের পরিধি ও নির্ভুলতা এবং উচ্চারণ।
কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
১ দিন আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
২ দিন আগে