১০ ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৫
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিএসসিএসের পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯২২ জন প্রার্থীকে ১০টি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সোনালী ব্যাংকে ৩৯৩টি, জনতা ব্যাংকে ৯৪টি, অগ্রণী ব্যাংকে ১৫০টি, রূপালী ব্যাংকে ২৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭টি, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১টি, কর্মসংস্থান ব্যাংকে ১৫টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬টি পদ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত