প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-৫৪

গাজী মিজানুর রহমান
প্রকাশ : ২১ মে ২০২২, ০৯: ৫২
আপডেট : ২১ মে ২০২২, ১০: ০৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা সাহিত্য বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
    (ক) কুসুমকুমারী দাশ
    (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) কায়কোবাদ
    (ঘ) বুদ্ধদেব বসু

২. বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম মহাকাব্যের রচয়িতা কে?
    (ক) ফররুখ আহমদ
    (খ) মুনীর চৌধুরী
    (গ) শাহ মুহাম্মদ সগীর
    (ঘ) কায়কোবাদ

৩. বাংলাদেশে নতুন ধারার নাটকের পথিকৃৎ বলা হয় কাকে?
    (ক) মুনীর চৌধুরী
    (খ) হুমায়ূন আহমেদ
    (গ) আব্দুল্লাহ আল মামুন
    (ঘ) সেলিম আল দীন

৪. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
    (ক) মুনীর চৌধুরী
    (খ) হুমায়ূন আহমেদ
    (গ) সেলিম আল দীন
    (ঘ) মামুনুর রশিদ

৫. ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসটির রচয়িতা কে?
    ক) সুনীল গঙ্গোপাধ্যায়
    খ) আলাউদ্দিন আল আজাদ
    গ) রিজিয়া রহমান
    ঘ) সেলিনা হোসেন

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধ সংকলন কোনটি?
    (ক) বিশ্বপরিচয়
    (খ) ডাকঘর
    (গ) কালান্তর
    (ঘ) বৈকুণ্ঠের খাতা

৭. ‘গীতাঞ্জলি’ কাব্যটি ইংরেজিতে অনুবাদ করা হয় কত সালে?
    (ক) ১৯১০            (খ) ১৯১১
    (গ) ১৯১২            (ঘ) ১৯১৩

৮. ‘শবনম’ উপন্যাসটির রচয়িতা কে?
    ক) আবুল ফজল
    খ) নীলিমা ইব্রাহিম
    গ) সৈয়দ মুজতবা আলী
    ঘ) সমরেশ মজুমদার

৯. নিচের কোনটি  নজরুল ইসলাম ইসলাম সম্পাদিত পত্রিকা নয়?
    (ক) নবযুগ            (খ) লাঙ্গল
    (গ) ধূমকেতু            (ঘ) ঝিঙে ফুল

১০. ‘চলে মুসাফির’ ভ্রমণ কাহিনিটি কার লেখা?
    (ক) জসিম উদ্‌দীন
    (খ) সৈয়দ মুজতবা আলী
    (গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    (ঘ) হুমায়ূন আহমেদ

১১. কোন গ্রন্থটিকে বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি বলা হয়?
    (ক) বীরাঙ্গনা            (খ) শর্মিষ্ঠা
    (গ) কৃষ্ণকুমারী
    (ঘ) ব্রজাঙ্গনা

১২. মহাকবি হোমারের ‘ইলিয়াড’-এর বঙ্গানুবাদ কোনটি?
    (ক) বীরাঙ্গনা
    (খ) চতুর্দশপদী কবিতাবলী
    (গ) হেক্টরবধ
    (ঘ) শর্মিষ্ঠা

১৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী?
    (ক) নীললোহিত
    (খ) ভানুসিংহ
    (গ) কমলাকান্ত
    (ঘ) বিপ্রদাস

১৪. ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে কোন উপন্যাসটি রচিত?
    (ক) সীতারাম
    (খ) দেবী চৌধুরানী
    (গ) আনন্দমঠ
    (ঘ) দুর্গেশনন্দিনী

১৫. নূরজাহান নাটকটির রচয়িতা কে?
    ক) দ্বিজেন্দ্রলাল রায়
    খ) সিকান্দার আবু জাফর
    গ) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
    ঘ) আসকার ইবনে শাইখ

১৬. বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনি কোনটি?
    ক) দেশে-বিদেশে
    খ) পালামৌ
    গ) বিলাতে সাড়ে সাত শ দিন
    ঘ) চলে মুসাফির

১৭. কোন প্রবন্ধ গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
    ক) যুগবাণী
    খ) রাজবন্দীর জবানবন্দী
    গ) রুদ্রমঙ্গল
    ঘ) কালান্তর

১৮. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
    ক) ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
    খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
    গ) রাজা রামমোহন রায়
    ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

১৯. ‘জীবন থেকে নেয়া’ বিখ্যাত চলচ্চিত্রটি কার?
    ক) জহির রায়হান
    খ) চাষী নজরুল ইসলাম
    গ) খান আতাউর রহমান
    ঘ) তানভীর মোকাম্মেল

২০. বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি?
    ক) ভদ্রার্জুন
    খ) কুলীনকুল সর্বস্ব
    গ) প্রফুল্ল
    ঘ) মায়াবী প্রহর

উত্তরমালা: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ক।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট ০১-৫৩ পর্যন্ত - এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত