মো. শাহ জালাল মিশুক
ভৌগোলিক অবস্থানের কারণে একসময় ঢাকা ছিল বিশ্বের অন্যতম সুন্দর পরিবেশের শহর। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে শহরের সামগ্রিক পরিবেশের দ্রুত অবনতি হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, বাংলাদেশের সব মহানগরীর নাগরিক সমস্যাই চরম পর্যায়ে পৌঁছেছে। গবেষকেরা এর সমাধান খুঁজছেন পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। তাই বিশ্ববিদ্যালয় লেভেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়তে পরিকল্পনাবিদদের গুরুত্ব অপরিসীম। তবে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, কৃষি, স্থাপত্যসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করা যায়। তাই একজন শিক্ষার্থী কোন বিষয়ে পড়বেন, সেই সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন কাজ।
বহুমাত্রিক বিষয়
নগর-পরিকল্পনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় ৷ এটি একটি বহুমাত্রিক বিষয়। দেশের সার্বিক অবস্থা মাথায় রেখেই নগর-পরিকল্পনা করতে হয় ৷ আর সেই পরিকল্পনায় জনসংখ্যা, মাটির ধরন, রাজনৈতিক সংস্কৃতি, অর্থনীতিসহ আরও অনেক কিছু বিবেচনায় রাখতে হয় ৷ পাশাপাশি বর্তমান সরকারের অন্যতম রূপকল্প হলো, প্রতিটি গ্রাম হবে শহর। অর্থাৎ, দেশের গ্রামীণ অংশে ব্যালান্স ডেভেলপমেন্ট, শহুরে সুযোগ-সুবিধা নিশ্চিত করা। যে কারণে নগর, অঞ্চল কিংবা গ্রামীণ পরিকল্পনায় কাজের সুযোগ দিনকে দিন বাড়ছে।
কারা পড়বেন?
চলার পথে একটি শহরের নানাবিধ সমস্যা আমাদের চোখে ধরা দেয়, পাশাপাশি সমাধানগুলোও স্বপ্নের ন্যায় মনের আকাশে ভেসে বেড়ায়। নগর ও অঞ্চল পরিকল্পনা তাঁদের জন্যই, যাঁরা নিজের জ্ঞানকে প্রয়োগের মাধ্যমে এমন সমস্যাগুলোর সমাধান বাস্তবে পরিণত করতে আগ্রহী। ছোটবেলা থেকেই আমরা অনেক সময় ভাবি—আমাদের চারপাশ, আমাদের শহর কিংবা আমাদের দেশটা যদি এমন না হয়ে অমন হতো! এই ভাবনাগুলোর সঙ্গে বাস্তবতার যোগসূত্র যারা দেখতে চায়, তাদের জন্যই এ বিষয়। অনেকেরই ক্লাসরুমের গণ্ডিতে বদ্ধ না থেকে জ্ঞানের পরিধি আরও বড় করার ইচ্ছা হয়। চারপাশ থেকে পাওয়া ধারণাগুলো নিয়ে অনেকে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে চায়। কেউ কেউ চান নিজের গ্রাম, নিজের শহরটাকে জেনে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মিশে যেতে। এই ক্ষেত্রে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি একটি সেতুবন্ধ হিসেবে কাজ করে।
দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়?
১৯৬২ সালে বুয়েটে ‘The Faculty of Architecture & Planning’ এর অধীনে ইউআরপি সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত করা হয় পরবর্তী সময়ে ১৯৯১ সালে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীদের জন্য Urban Rural Planning Discipline চালু হয়। যোগ্য পরিকল্পনাবিদ তৈরির লক্ষ্যে বর্তমানে বাংলাদেশের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে-৪টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়: বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট; ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম অর্থাৎ প্রতিবছর পাস করে বের হচ্ছে চার শরও কম শিক্ষার্থী।
পরিকল্পনাবিদদের চাহিদা দিন দিন বাড়ছে
দেশের নগর পরিকল্পনাবিদদের জন্য রয়েছে জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। পেশাজীবী সংগঠন হিসেবে বিআইপি পরিকল্পনা শিক্ষার বিস্তৃতি, সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণাকর্ম পরিচালনাও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিসহ পরিকল্পিত নগরের দেশের নগর-পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পনাবিদদের চাহিদা দিন দিন বাড়ছে।
চাকরির সুযোগ
সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিটা উন্নয়ন কর্তৃপক্ষ যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন অধিদপ্তর (সিডিএ), রাজশাহী উন্নয়ন অধিদপ্তর (আরডিএ), খুলনা উন্নয়ন অধিদপ্তর (কেডিএ), সব সিটি করপোরেশন, প্রত্যেকটি পৌরসভা এবং পরিকল্পনা কমিশনে নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করতে পারে। এ ছাড়াও নগর উন্নয়ন অধিদপ্তর, ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন অথোরিটি, ঢাকা/চট্টগ্রাম ওয়াসা, এলজিইডিসহ বিভিন্ন সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। আবার বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, এনজিওতে রয়েছে কাজের সুযোগ। প্রতিটি কনস্ট্রাকশন ফার্ম ও কনসালটেন্সি ফার্মে স্বীকৃত প্ল্যানার থাকাটা এখন অনেকাংশেই বাধ্যতামূলক। এ ছাড়া বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্সি, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি ও গবেষণার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে নগর পরিকল্পনাবিদদের একটি বড় অংশ বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু আই এনজিও ও এনজিওর সঙ্গে যুক্ত থেকে বেশ সফলতার সঙ্গে কাজ করছে। এ ছাড়াও দেশের গণ্ডি পার হয়ে দেশের পরিকল্পনাবিদেরা উন্নত দেশগুলোতে বিভিন্ন গবেষণা ও সেবাদানকারী প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছে।
পরিকল্পিত বাংলাদেশ গড়তে নগর পরিকল্পনাবিদের বিকল্প নেই
মোদ্দাকথা দেশের যেকোনো দুর্যোগে, নাগরিক সমস্যায় কিংবা দুর্ঘটনায় টক শো, লেখালেখি কিংবা গল্পের টেবিলে আলোচনায় একটি সমাধানই বেশি শোনা যায় পরিকল্পিত ও টেকসই নগরী গড়ে তুলতে হবে এবং পরিকল্পিত বাংলাদেশই পারে সব নাগরিক সমস্যা সমাধানের। সেই পরিকল্পিত বাংলাদেশ গড়তে হলে নগর পরিকল্পনাবিদের বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় লেভেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করে, দক্ষ ও যোগ্য নগর পরিকল্পনাবিদ হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং আগামীর পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
লেখক: সহকারী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চুয়েট।
ভৌগোলিক অবস্থানের কারণে একসময় ঢাকা ছিল বিশ্বের অন্যতম সুন্দর পরিবেশের শহর। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে শহরের সামগ্রিক পরিবেশের দ্রুত অবনতি হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, বাংলাদেশের সব মহানগরীর নাগরিক সমস্যাই চরম পর্যায়ে পৌঁছেছে। গবেষকেরা এর সমাধান খুঁজছেন পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। তাই বিশ্ববিদ্যালয় লেভেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়তে পরিকল্পনাবিদদের গুরুত্ব অপরিসীম। তবে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, কৃষি, স্থাপত্যসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করা যায়। তাই একজন শিক্ষার্থী কোন বিষয়ে পড়বেন, সেই সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন কাজ।
বহুমাত্রিক বিষয়
নগর-পরিকল্পনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় ৷ এটি একটি বহুমাত্রিক বিষয়। দেশের সার্বিক অবস্থা মাথায় রেখেই নগর-পরিকল্পনা করতে হয় ৷ আর সেই পরিকল্পনায় জনসংখ্যা, মাটির ধরন, রাজনৈতিক সংস্কৃতি, অর্থনীতিসহ আরও অনেক কিছু বিবেচনায় রাখতে হয় ৷ পাশাপাশি বর্তমান সরকারের অন্যতম রূপকল্প হলো, প্রতিটি গ্রাম হবে শহর। অর্থাৎ, দেশের গ্রামীণ অংশে ব্যালান্স ডেভেলপমেন্ট, শহুরে সুযোগ-সুবিধা নিশ্চিত করা। যে কারণে নগর, অঞ্চল কিংবা গ্রামীণ পরিকল্পনায় কাজের সুযোগ দিনকে দিন বাড়ছে।
কারা পড়বেন?
চলার পথে একটি শহরের নানাবিধ সমস্যা আমাদের চোখে ধরা দেয়, পাশাপাশি সমাধানগুলোও স্বপ্নের ন্যায় মনের আকাশে ভেসে বেড়ায়। নগর ও অঞ্চল পরিকল্পনা তাঁদের জন্যই, যাঁরা নিজের জ্ঞানকে প্রয়োগের মাধ্যমে এমন সমস্যাগুলোর সমাধান বাস্তবে পরিণত করতে আগ্রহী। ছোটবেলা থেকেই আমরা অনেক সময় ভাবি—আমাদের চারপাশ, আমাদের শহর কিংবা আমাদের দেশটা যদি এমন না হয়ে অমন হতো! এই ভাবনাগুলোর সঙ্গে বাস্তবতার যোগসূত্র যারা দেখতে চায়, তাদের জন্যই এ বিষয়। অনেকেরই ক্লাসরুমের গণ্ডিতে বদ্ধ না থেকে জ্ঞানের পরিধি আরও বড় করার ইচ্ছা হয়। চারপাশ থেকে পাওয়া ধারণাগুলো নিয়ে অনেকে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে চায়। কেউ কেউ চান নিজের গ্রাম, নিজের শহরটাকে জেনে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মিশে যেতে। এই ক্ষেত্রে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি একটি সেতুবন্ধ হিসেবে কাজ করে।
দেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়?
১৯৬২ সালে বুয়েটে ‘The Faculty of Architecture & Planning’ এর অধীনে ইউআরপি সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত করা হয় পরবর্তী সময়ে ১৯৯১ সালে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীদের জন্য Urban Rural Planning Discipline চালু হয়। যোগ্য পরিকল্পনাবিদ তৈরির লক্ষ্যে বর্তমানে বাংলাদেশের ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে-৪টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়: বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট; ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম অর্থাৎ প্রতিবছর পাস করে বের হচ্ছে চার শরও কম শিক্ষার্থী।
পরিকল্পনাবিদদের চাহিদা দিন দিন বাড়ছে
দেশের নগর পরিকল্পনাবিদদের জন্য রয়েছে জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। পেশাজীবী সংগঠন হিসেবে বিআইপি পরিকল্পনা শিক্ষার বিস্তৃতি, সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণাকর্ম পরিচালনাও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিসহ পরিকল্পিত নগরের দেশের নগর-পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পনাবিদদের চাহিদা দিন দিন বাড়ছে।
চাকরির সুযোগ
সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিটা উন্নয়ন কর্তৃপক্ষ যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন অধিদপ্তর (সিডিএ), রাজশাহী উন্নয়ন অধিদপ্তর (আরডিএ), খুলনা উন্নয়ন অধিদপ্তর (কেডিএ), সব সিটি করপোরেশন, প্রত্যেকটি পৌরসভা এবং পরিকল্পনা কমিশনে নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করতে পারে। এ ছাড়াও নগর উন্নয়ন অধিদপ্তর, ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন অথোরিটি, ঢাকা/চট্টগ্রাম ওয়াসা, এলজিইডিসহ বিভিন্ন সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। আবার বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম, কনসালটেন্সি ফার্ম, এনজিওতে রয়েছে কাজের সুযোগ। প্রতিটি কনস্ট্রাকশন ফার্ম ও কনসালটেন্সি ফার্মে স্বীকৃত প্ল্যানার থাকাটা এখন অনেকাংশেই বাধ্যতামূলক। এ ছাড়া বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্সি, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি ও গবেষণার সুযোগ রয়েছে। বর্তমান সময়ে নগর পরিকল্পনাবিদদের একটি বড় অংশ বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু আই এনজিও ও এনজিওর সঙ্গে যুক্ত থেকে বেশ সফলতার সঙ্গে কাজ করছে। এ ছাড়াও দেশের গণ্ডি পার হয়ে দেশের পরিকল্পনাবিদেরা উন্নত দেশগুলোতে বিভিন্ন গবেষণা ও সেবাদানকারী প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছে।
পরিকল্পিত বাংলাদেশ গড়তে নগর পরিকল্পনাবিদের বিকল্প নেই
মোদ্দাকথা দেশের যেকোনো দুর্যোগে, নাগরিক সমস্যায় কিংবা দুর্ঘটনায় টক শো, লেখালেখি কিংবা গল্পের টেবিলে আলোচনায় একটি সমাধানই বেশি শোনা যায় পরিকল্পিত ও টেকসই নগরী গড়ে তুলতে হবে এবং পরিকল্পিত বাংলাদেশই পারে সব নাগরিক সমস্যা সমাধানের। সেই পরিকল্পিত বাংলাদেশ গড়তে হলে নগর পরিকল্পনাবিদের বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় লেভেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করে, দক্ষ ও যোগ্য নগর পরিকল্পনাবিদ হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং আগামীর পরিকল্পিত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
লেখক: সহকারী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চুয়েট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৮৬টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারীসহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৪।
১৯ ঘণ্টা আগেসাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটিতে ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৯ ধরনের পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
১ দিন আগেবাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪ ধরনের পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
১ দিন আগে