৭টি পদে জনবল নেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮: ১৩

জনবল নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য শাখা। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। 

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব। 

পদের সংখ্যা: ৭টি। 

বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ২০ জানুয়ারি, ২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০ তৎসহ বিধি মোতাবেক অন্যান্য ভাতা (ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫ শতাংশ এবং সরকার কর্তৃক ৭৫ শতাংশ বেতন প্রাপ্য হবেন)। 

আবেদন ফি: ৫৬০ টাকা (নির্ধারিত ফি ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকা)। 

আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। এ ছাড়া বিস্তারিত জানতে পারেন খাগড়াছড়ি জেলার ওয়েবসাইটে গিয়ে।

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫টা)। 

সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত