মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেবে ৭২ জন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১: ৪৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম) পর্যায়ে ৭২ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।

উচ্চমাধ্যমিক (সাধারণ) শাখা
পদের নাম ও সংখ্যা: অধ্যক্ষ ১ জন, উপাধ্যক্ষ ১ জন, প্রভাষক ১৮ জন (বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ভূগোল, অর্থনীতি, দর্শন)।

মাধ্যমিক (সাধারণ) শাখা
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক ১২ (বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষিশিক্ষা, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ধর্মীয় শিক্ষক (ইসলাম), শরীরচর্চা, চারু ও কারুকলা), গ্রন্থাগার কাম কম্পিউটার অপারেটর ১, অফিস সহকারী কাম হিসাব সহকারী ১, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১, অফিস সহায়ক ১, নিরাপত্তা কর্মী ১, পরিচ্ছন্নতাকর্মী ১, নৈশপ্রহরী ১ এবং আয়া ১ জন।

প্রাথমিক শাখা
পদের নাম ও সংখ্যা: প্রধান শিক্ষক ১, সহকারী শিক্ষক ৪, সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) ১ জন।

উচ্চমাধ্যমিক (বিএম) কারিগরি শাখা
পদের নাম ও সংখ্যা: প্রভাষক ৬ (বাংলা, ইংরেজি, ব্যবস্থাপনা, কম্পিউটার অপারেশন, হিসাববিজ্ঞান, উদ্যোক্তা উন্নয়ন), অফিস সহকারী কাম হিসাব সহকারী ১, ল্যাব/সপ/কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ১, এমএলএসএস (গার্ড/মালি/ঝাড়ুদার) ১ এবং আয়া ১ জন।

মাধ্যমিক (ভোকেশনাল) শাখা
পদের নাম ও সংখ্যা: ট্রেড ইনস্ট্রাক্টর ৮ (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, জেনারেল ইলেকট্রনিকস, জেনারেল মেকানিক, অ্যাগ্রো বেসড ফুড প্রাপ্তি ট্রেডে ২ জন), সহকারী শিক্ষক ৬ (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান), কম্পিউটার প্রদর্শক ১, ল্যাব/সপ/কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ১ জন (২১ নম্বর পদে উল্লিখিত প্রতি ট্রেডে ১ জন)।

আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্রের সঙ্গে ১, ২, ৩ ও ১৬ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৪, ৫, ১৩, ১৪, ১৫, ২১ ও ২২ নম্বর পদে ৭০০, ৬, ৭, ১৭, ১৮, ২৩ ও ২৪ নম্বর পদে ৫০০, ৮, ৯, ১০,
১১, ১২, ১৯ ও ২০ নম্বর পদে ৪০০ (অফেরতযোগ্য) টাকা জমা দিতে হবে।

কোটা ও বদলি
মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পদ প্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে বদলিযোগ্য হবে।

আবেদনের প্রক্রিয়া: লিখিত আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ‘সভাপতি, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম বরাবর অফিস চলাকালে ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। 

আবেদনের শেষ তারিখ: ৭ আগস্ট ২০২৩।

সূত্র: বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত