Ajker Patrika

লিংকডইনের ভাইরাল ভিডিও ভাগ্য বদলে দিল ছাঁটাই হওয়া স্পেনের তরুণীর

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৮: ২৪
লিংকডইনের ভাইরাল ভিডিও ভাগ্য বদলে দিল ছাঁটাই হওয়া স্পেনের তরুণীর

গত অক্টোবরে ছাঁটাইয়ের শিকার হন স্পেনের মার্তা পুয়ের্তো। এরপর হন্যে হয়ে ঘুরেও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন তিনি। কিন্তু লিংকডইনে পোস্ট করা ৪২ সেকেন্ডের এক ভিডিওর বদৌলতে হঠাৎই ভাগ্য বদলে যায় তাঁর। 

গৎবাঁধা জীবনবৃত্তান্তের ওপর নির্ভর না করে নিয়োগকর্তাদের পরিচিতি দিতে ভিন্নভাবে নিজের গল্প বলার চেষ্টা করেছেন মাদ্রিদভিত্তিক এই মার্কেটিং ম্যানেজার। অভিনব উপায়ে ভিডিওতে নিজের দক্ষতা তুলে ধরেছেন ধরেন মার্তা। 

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। লিংকডইনে ৬০ হাজার জন তাতে লাইক দিয়েছেন। প্রায় শখানেক চাকরির প্রস্তাব পান তিনি। অনেক কোম্পানিই তাঁকে সাক্ষাৎকারের জন্য ডেকেছেন। লিংকডইন প্ল্যাটফর্ম থেকে তাঁকে ৫ হাজারের মতো কানেকশন রিকুয়েস্ট দেওয়া হয়। 

এক সাক্ষাৎকারে পুয়ের্তো বলেন, ‘আমি আমার নেটওয়ার্ক থেকে ১০০ বা সর্বোচ্চ ২০০ লাইক আশা করেছিলাম। অথচ এখন আমি আমার আগের কর্মক্ষেত্র থেকেও ডাক পাচ্ছি। অথচ তারা তখন আমাকে ফিরিয়ে দিয়েছিল।’

চাকরির বাজারে যেখানে একের পর এক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করে চলেছে, সেখানে হাজারো যোগ্য প্রার্থীর মধ্যে নিজেকে আলাদা করে উপস্থাপন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। প্রার্থী বাঁছাই করতে প্রতিষ্ঠানগুলো দিন দিন এআই নির্ভর হয়ে পড়ায় নিয়োগকর্তাদের কাছে নিজের আবেদনপত্র পৌঁছানো বেশ দুরূহ হয়ে পড়েছে। 

ইউরোপভিত্তিক ফিনটেক কোম্পানি জোলো গত অক্টোবরে তাকে ছাঁটাই করে। এরপর পুয়ের্তো বেশ কয়েক জায়গায় আবেদন করে। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি স্বয়ংক্রিয় ইমেইল বার্তায় জবাব পান। প্রক্রিয়ার পরবর্তী ধাপে পোঁছাতে পারছিলেন না তিনি। 

একবার সাক্ষাৎকার পর্যন্ত গিয়েছিলেন তিনি এবং সেখানে বেশ ভালোই করেছিলেন। কিন্তু এই সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছানোর পথ পাচ্ছিলেন না তিনি। 

পুয়ের্তো বলেন, ‘আমি প্রথম এই বাধাটাই অতিক্রম করতে পারছিলাম না। তাই আমি ভাবলাম, আমাকে ভিন্ন কিছু করতে হবে।’

গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) ‘মিট মার্তা: দ্য মুভি’ শিরোনামে ভিডিও পোস্ট করার কয়েক মিনিট পরই সাক্ষাৎকারের ডাক পান ২৯ বছর বয়সী মার্তা। একের পর এক মেসেজ পেতে থাকেন তিনি। শুধু সাক্ষাৎকারের আবেদন সামলানোর জন্যই তাঁকে ভিন্ন এক ইমেইল অ্যাড্রেস তৈরি করতে হয়েছে। 

এমনকি কিছু প্রতিষ্ঠান তাঁকে বিদেশে স্থানান্তরের খরচও দিতে চেয়েছে। পুয়ের্তো বলেন, ‘আজ আমার যেখানে সাক্ষাৎকার ছিল, তারা লন্ডনে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব দিয়েছে। আমি রাজি না হওয়ায় তারা বাড়ি থেকে কাজের অনুমতিও দিতে চেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

চীন-ভারতও ধনী দেশ, যুক্তরাষ্ট্রের মতো তারাও মানবিক সহায়তা দিক: রুবিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত